এখনই ছুটি পাচ্ছেন না মুকুল, থাকতে হবে পর্যবেক্ষণে

এখনই ছুটি পাচ্ছেন না মুকুল, থাকতে হবে পর্যবেক্ষণে

কলকাতা: অসুস্থ হয়ে রবিবার রাতে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিধায়ক মুকুল রায়৷ স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ায় রবিবার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মুকুলকে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। থাকতে হবে পর্যবেক্ষণে। যদিও আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন মুকুল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- ফুটবল খেলতে গিয়ে বিপত্তি, পায়ে চোট কুণালের, অস্ত্রোপচার করত বললেন চিকিৎসক

হঠাৎ করেই স্নায়বিক সমস্যা বেড়ে যাওয়ায় মুকুলকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তাঁর মাথায় জল জমে গিয়েছে। এই রোগ বেশ পুরনো। তাঁর শুশ্রূষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে রায়সাহেবকে। আপাতত শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও আরও দু-এক দিন হাসপাতালে মুকুলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চান চিকিৎসকরা। তাই এখনই ছুটি দেওয়া হচ্ছে না তাঁকে। অনুমান করা হচ্ছে, চলতি সপ্তাহের পুরোটাই তাঁর হাসপাতালে কাটতে পারে। মাঝে যদি তাঁর শরীর আরও কিছুটা ভালো হয় তাহলে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।