×

ফুটবল খেলতে গিয়ে বিপত্তি, পায়ে চোট কুণালের, অস্ত্রোপচার করত বললেন চিকিৎসক

 
কুণাল

কলকাতা:  ফুটবল খেলতে গিয়ে বিপত্তি৷ পা ভেঙে বসলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। শনিবার ছিল প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের ফাইনাল ম্যাচ৷ সেখানেই খেলতে নেমেছিলেন কুণাল৷ তখনই পায়ে চোট লাগে তাঁর৷ আহত অবস্থায় মাঠ ছাড়েন পঞ্চাশোর্ধ কুণাল। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরীক্ষা করে জানা যায়, তাঁর পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে কুণালের। বুধবারই তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে বলে জানিয়েছেন কুণাল।

আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়েই কান্না, মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রিন করিডর করে স্কুলে পৌঁছে দিলেন অফিসার

এদিন কলকাতা রেফারি ক্লাবের মাঠে ‘রিপোর্টার্স কাপ’-এর ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন বিপত্তি ঘটে। বাঁ পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন কুণাল৷ সাইডলাইনে বসে থাকেন তিনি। প্রথমে ভেবেছিলেন সামান্য চোট লেগেছে তাঁর৷ পরে পায়ের যন্ত্রণা বাড়তে থাকায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কুণালকে।

ফেসবুকে কুণাল লিখেছেন, ‘‘১৯৯৭ সাল থেকেই এতে (এই টুর্নামেন্টে) খেলছি... (পায়ের) এক্স রে হয়েছে। ফিবুলাতে বড় ফ্র্যাকচার।’’ তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং পার্থ সরকার আপাতত তাঁর বাঁ পায়ে প্লাস্টার করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শেই আপাতত বাড়ি ফিরে গিয়েছেন কুণাল। বুধবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে৷ 

From around the web

Education

Headlines