রাস্তায় ফেলে বেধড়ক মার সাংবাদিককে, নাম জড়াচ্ছে নিয়োগ কাণ্ডের বিভাস অধিকারীর

পার্থর সঙ্গে সরাসরি যোগ, নলহাটিতে রয়েছে আশ্রম-বিএড কলেজ! কে এই বিভাস অধিকারী?

নলহাটি: নিয়োগ দুর্নীতিতে এখন একটি নাম নতুন করে ভেসে আসছে। তা হল বিভাস অধিকারী। বীরভূমের বাসিন্দা বিভাস নলহাটির ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি। যদিও এলাকায় অত্যন্ত ধার্মিক হিসেবে পরিচিত চিনি। অন্যদিকে এও জানা যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বিভাস অধিকারীর এবং নিজ এলাকায় একটি আশ্রমের পাশাপাশি একটি বিএড কলেজ তৈরি করেছিলেন তিনি। সেই তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধেই সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। এতে সরাসরি নাম উঠে আসছে বিভাসের ছেলের। 

আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়েই কান্না, মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রিন করিডর করে স্কুলে পৌঁছে দিলেন অফিসার

দুর্নীতি ইস্যুতে নলহাটিতে বিভাস অধিকারীর সঙ্গে কথা বলতে গিয়েছিল সংবাদমাধ্যম ‘টিভি ৯ বাংলা’। সেখানে গিয়েই আক্রান্ত হন চ্যানেলের সাংবাদিক, ক্যামেরাপার্সন সহ গাড়ির চালক। সাংবাদিক সুজয় পাল নিজে জানিয়েছেন, তৃণমূল নেতার এলাকায় তাঁর বাড়ি, আশ্রম এবং বিএড কলেজে খবর করতে গেলে হুমকি মুখে পড়তে হয়েছে তাঁদের। অভিযোগ, আচমকা তাঁদের গাড়ির সামনে এসে কয়েকজন বাইক আরোহী তাঁকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। কলার ধরে পেটে, হাতে, বুকে ঘুষি চালায়। পুরো ঘটনাটা ঘটেছে বিভাস অধিকারীর ছেলেদের নেতৃত্বে। সাংবাদিক আরও জানান, তাঁর মোবাইল ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় এমনকি আশ্রমে বন্দি করে রেখে প্রাণ মারার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যামেরা ভাঙচুর করে তাঁর সহকর্মী এবং গাড়ির চালকেও হেনস্থা করা হয়।