না পোষালে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিন, ডিএ প্রশ্নে আন্দোলনকারীদের তোপ ফিরহাদের

না পোষালে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিন, ডিএ প্রশ্নে আন্দোলনকারীদের তোপ ফিরহাদের

কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে ক্রমেই তীব্র হচ্ছে আন্দোলন৷ বিধানসভা বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা বলা হলেও, তাতে সন্তুষ্ট নন সরকারি কর্মচারিরা৷ তাঁদের আন্দোলন চলছেই। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের বিঁধলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁর সাফ কথা, “না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকার অনেক টাকা দিচ্ছে। সেখানে চাকরি করুন।” মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে।

আরও পড়ুন- মাঝরাতে চাঁচলের হোটেলে হৈমন্তী?‌ লুকআউট নোটিশ জারি করল CBI

সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তাতে আন্দোলন থামেনি। বকেয়া ডিএ মেটানোর দাবিতে একই ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ সরকারি কর্মীদের এই মতিগতি মোটেই ভাল নজরে দেখছে না রাজ্য সরকার৷ সে কথা  পুরমন্ত্রীর কথাতেই স্পষ্ট। 

মঙ্গলবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানে ডিএ প্রসঙ্গ উঠলে ফিরহাদ বলেন, “ডিএ নিয়ে প্রচুর কথা হচ্ছে। কিন্তু আমাদের ভাবতে হবে কোনটা অগ্রাধিকার, বঞ্চিতদের ভাত দেওয়া নাকি যাঁরা পাচ্ছেন তাঁদের আরও দেওয়া।” এরপর সরাসরি সরকারি কর্মীদের বিরুদ্ধে তোপ দেগে মন্ত্রী বলেন, “আমি বলছি না পোষালে ছেড়ে দিন। কেন্দ্রীয় সরকার অনেক টাকা দিচ্ছে, সেখানে কাজ করুন। মানুষের ট্যাক্সের টাকায় আমার মাইনে হয়। মানুষের সেবার ব্রত পালন করাটাই সবার আগে দরকার।”