কলকাতা: নিয়োগ দুর্নীতির অন্যতম ‘রহস্যময়ী’ চরিত্র এখন হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে তাঁর নাম উঠে আসার পর থেকেই বাড়ছে রহস্য৷ সেই রহস্যের জট খুলতেই হৈমন্তীকে খুঁজছে সিবিআই। তাঁর গতিবিধির উপর নজর রাখতে আরও কড়া অবস্থান নিয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে হৈমন্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু৷ তাঁর দাবি, সোমবার মাঝরাতে মালদার চাঁচলে একটি হোটেলে আত্মগোপন করেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ওই হোটেলে রাত কাটানোর পর সকালে অন্যত্র চলে যান। ওই হোটেলে তাঁকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক৷ এমনকী গোপনে তাঁকে বিহার বা নেপালে পালানোর ব্যবস্থাও করে দিয়েছেন ওই বিধায়ক, দাবি মুর্মুর।
আরও পড়ুন- ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার পিছু কত টাকা গুণতে হবে কলকাতায়?
আদালত থেকে জেলে ফেরার পথে প্রথম হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে নিয়ে আসেন সিবিআই হেফাজতে থাকা কুন্তল ঘোষ। তিনি জানান, সব টাকা ওঁর কাছেই আছে৷ এর পর থেকেই নিয়োগ দুর্নীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হৈমন্তী৷ সিবিআই যখন হৈমন্তীর খোঁজে মরিয়া, তখন বিজেপি সাংসদের এহেন মন্তব্য রাজ্য–রাজনীতিতে শোরগোল ফেলেছে। তাঁর দাবির সত্য কিনাস তা খতিয়ে দেখার চেষ্টা করছেন সিবিআই অফিসাররা৷ তাঁরা মনে করছেন, গোপনে দেশ ছাড়তে পারেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাঁর ছবি–সহ প্রামাণ্য নথি বিভিন্ন বিমানবন্দরে পাঠিয়ে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এর অর্থ, কোনও বিমানবন্দরে তাঁকে দেখামাত্রই আটক করা হবে হৈমন্তীকে৷
সিবিআই কি বিজেপি সাংসদের মন্তব্য কে সত্যি বলে মনে করছে? কারণ খগেন মুর্মুর মন্তব্যের পরেই লুক আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিকে, শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস–বিজেপি বিরোধ। হৈমন্তীর অবস্থান নিয়ে কথা উঠতেই চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, ‘‘কোন তৃণমূল বিধায়ক হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে আত্মগোপন করতে সাহায্য করেছেন, তা বিজেপি সাংসদকে স্পষ্ট করতে হবে। তারপর দল যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। তিনি আরও বলেন, ‘‘চাঁচলের কোন লজ বা হোটেলে কখন কে আসছে–যাচ্ছে, তা দেখা বিধায়কের কাজ নয়। সম্ভবত খগেনবাবুর অন্য কোনও কাজ নেই। তাই তিনি এসব দিকে নজর রাখছেন। এসব না করে তিনি তো সরাসরি থানায় অভিযোগ জানাতে পারেন।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>