নবান্নের সিদ্ধান্ত না মেনে চাকরি থেকে বরখাস্ত ৮ জনকে! কাঠগড়ায় জেলাশাসক

নবান্নের সিদ্ধান্ত না মেনে চাকরি থেকে বরখাস্ত ৮ জনকে! কাঠগড়ায় জেলাশাসক

13f64b050f8baa2e12821916d94befe1

কলকাতা: নিয়োগ ইস্যুতে এবার সরাসরি অভিযোগ উঠল জেলশাসকের বিরুদ্ধেই। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে চাকরিজীবীদের একাংশ অভিযোগ করেছে যে, নবান্নের নির্দেশই মানছেন না জেলাশাসক। সরকার চাকরি দিলেও তা মানতে নারাজ তিনি। মালদহের জেলাশাসকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে এখন তোলপাড় রাজ্য। কিন্তু ঠিক কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

আরও পড়ুন- কীভাবে উত্থান মানিকের? জানেন কত সম্পত্তির মালিক তিনি?

বাংলার সহায়তা কেন্দ্রের ৮ জন চাকরিজীবীর বক্তব্য, ২০২০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার বলেছিল কর্মরত অবস্থায় ৬০ বছর পর্যন্ত কাউকে  চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। কিন্তু তাদের দাবি, মালদহ জেলাশাসক নিজে ওই নির্দেশ মানছেন না। তিনি নিজে কয়েকজনকে চাকরি থেকে বরখাস্ত করেন। তারপরই এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিজীবীদের একাংশ। গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি শম্পা সরকার মালদহের জেলাশাসককে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। তিনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে বলা হয়। তবে জেলাশাসক জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন এক্তিয়ার নেই তাঁর। এদিকে জানা গিয়েছে, নবান্নর সঙ্গে আলোচনা না করেই কয়েকজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।