নয়াদিল্লি: বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে এখন টানটান উত্তেজনা৷ দিল্লি যাত্রা রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কেষ্ট৷ কিন্তু আদালতে ধাক্কা খেতে হয় তাঁকে৷ আসানসোল জেলে ইতিমধ্যেই ইমেল পাঠিয়েছে ইডি৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে দাবি করা হচ্ছে, ‘যেভাবে সায়গল হোসেনকে নিয়ে আসা হয়েছিল, সেভাবেই নিয়ে আসা হোক অনুব্রতকে।’ তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে আসা হলে, তাঁর ঠিকানা হবে তিহাড় জেল৷ যেখানে রয়েছেন দেশের হাই প্রোফাইল অপরাধী থেকে কুখ্যাত দুষ্কৃতীরা। দিল্লির তিহাড় জেল বহু সাজাপ্রাপ্ত আসামীরই ঠিকানা৷
আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির
গরু পাচার কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসা হলে এই জেলেই রাখা হবে তাঁকে৷ যেই জেল হেফাজতে থাকবেন বীরভূমের কেষ্ট, সেখানেই রয়েছেন ‘হিংহম’!
তিহাড় জেলের বর্তমান জেলার হলেন দীপক শর্মা। যাঁকে এই জেলের ‘সিংহম’ বললে অত্যুক্তি হয় না৷ তাঁর দেহ সৌষ্ঠব দেখে মোহিত নেটিজেনরাও। দীপককে দেখে সিনেপ্রেমীদের মনে সিংঘম, চুলবুল পাণ্ডের মতো বলিউডি পুলিশ অফিসারের ছবি ধরা দিতে বাধ্য। দীপককে দেখে অনেকেরই মনে পড়ে যায় সলমন খান, অজয় দেবগন কিংবা রণবীর সিং-এর কথা৷
জেলার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন তিহাড় জেলের এই জেলার সাহেব। জানা গিয়েছে, দিনে ৪ থেকে ৫ ঘণ্টা কসরত করেন তিনি। ঘাম ঝরান জিমে৷ সকাল ৭টায় উঠে শরীরচর্চা শুরু হয়ে যায় তাঁর৷
পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি অন্য এক পরিচয়ও আছে দীপকের৷ তিনি একজন ব্যায়ামবীর। দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। দীপক শর্মা জানিয়েছেন, তাঁর চেস্ট বা ছাতি ৪৮ ইঞ্চি, বাইসেপ ১৯ ইঞ্চি। তাঁর ওজন ৯০ কিলোগ্রাম।
এই পুলিশ অফিসার তিহাড় জেলের রোলমডেলও বটে। বহু পুলিশকর্মী তো বটেই, একাধিক অপরাধীও তাঁকে ফিটনেসের রোল মডেল মনে করেন। তাঁর মন্ত্রে দীক্ষিত হয়ে গড়ে তুলছেন নিজেদের৷
এদিকে জানা যাচ্ছে, ইডি আধিকারিকরা অনুব্রতকে নিতে আসানসোল জেলে আসবেন না। জেল কর্তৃপক্ষকে সেই মর্মে ইমেলও পাঠানো হয়েছে৷ যেভাবে সায়গল হোসেনকে রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে গিয়ে পেশ করা হয়েছিল, সেই ভাবেই অনুব্রতকে নিয়ে আসার কথা বলেছে ইডি৷ প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনামায় কোথাও উল্লেখ নেই যে, অনুব্রত মণ্ডলকে এসে নিয়ে যাবে ইডি। আজই জেল কর্তৃপক্ষ আসানসোল বিশেষ আদালতের দ্বারস্থ হবে। গোটা পরিস্থিতি কোর্টকে জানানো হবে বলেই সূত্রের খবর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>