কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট, হাই কোর্টের দ্বারস্থ কংগ্রেস সাংসদ আবু হাসেম

কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট, হাই কোর্টের দ্বারস্থ কংগ্রেস সাংসদ আবু হাসেম

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট করা হোক৷ আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সোমবার মোট ৫ দফা দাবি জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন আবু হোসেন। প্রসঙ্গত, এখনও পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। সুষ্ঠু এবং অবাধ ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধীরা। এ বার কেন্দ্রীয় বাহিনী চেয়ে একেবারে হাই কোর্টের দ্বারস্থ হলেন বর্ষীয়ান এই সাংসদ। 

আরও পড়ুন- খুব শীঘ্রই দিল্লি যাচ্ছেন অনুব্রত! পুলিশ এবং ইডির ভূমিকা বুঝিয়ে দিল আদালত

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পাশাপাশি, আরও ৪টি আবেদন জানিয়েছেন কংগ্রেস সাংসদ। তাঁর আর্জি, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়৷ এছাড়াও ৬ দফায় ভোটগ্রহণ করার কথাও আবেদনপত্রে উল্লেখ করেছেন আবু হাসেম। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা এবং প্রতি বুথে যেন ভিডিয়োগ্রাফি করা হয়, সেই আবেদনও জানিয়েছেন প্রবীণ কংগ্রেস সাংসদ। তাঁর হয়ে হাই কোর্টে মামলাটি দায়ের করেছেন আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের দিন ক্ষণ ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছিল৷ সেই মেয়াদ বাড়িয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত করেছে উচ্চ আদালত। শান্তিপূর্ণ ও অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে গত ডিসেম্বর মাসে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ২০১৩ সালের কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ‘শান্তিপূর্ণ’ পঞ্চায়েত ভোট এবং ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া পঞ্চায়েত ভোটে ‘হিংসা’র প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু৷ তাঁর আবেদন, আসন্ন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক।