গাড়ি কেনার টাকা ফেরালেন, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে দিলেন বনি

গাড়ি কেনার টাকা ফেরালেন, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে দিলেন বনি

কলকাতা:  নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তের নাম জড়াতেই হুলস্থূল পড়েছিল৷ কুন্তলের ব্যাঙ্কের নথিতে অভিনেতার নাম দেখতেই তলব করা হয় তাঁকে৷ দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বনিকে৷ জানা যায়, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বনি৷ তবে সেই টাকা ফিরিয়ে দেবেন বলেই ইচ্ছাপ্রকাশ করেন বনি৷ সে কথা রাখলেন অভিনেতা৷  কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে ৪০ লক্ষ টাকা তুলে দিলেন বনি সেনগুপ্ত। বৃহস্পতিবার তিনি ওই টাকা সরাসরি ইডিকে ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর। সন্ধ্যার পরে ইডি-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ জমা করা হয়।

আরও পড়ুন- মানুষকে বিভ্রান্ত এবং প্রভাব তৈরির চেষ্টা! মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিকাশ

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলি বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডির হাতে গ্রেফতার হওায়ার পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। যানা যায়, কুন্তলের ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেইল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন এই তৃণমূল নেত্রী। এর পর বনির সঙ্গেও কুন্তলের যোগসূত্র খুঁজে পায় ইডি৷ জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে কুন্তল দাবি করেন, নিয়োগ দুর্নীতিতে কালো টাকা থেকেই তিনি বনিকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন৷ সেই সূত্র ধরেই সিজিও কমপ্লেক্সে ডাক পড়ে বনির। দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় টালিগঞ্জের এই অভিনেতাকে। তাঁর বিদেশযাত্রার অর্থের উৎস কী, তাও জানতে চাওয়া হয়। তিনি জানান, বিদেশ যাত্রার অর্থ তিনি তাঁর নিজস্ব উপার্জন থেকেই জুগিয়েছিলেন৷ আর কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছিলেন। সেই গাড়ির কাগজও দেখতে চেয়েছিল ইডি৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বনি জেরার মুখে দাবি করেছিলেন, ২০১৭ সালে এই টাকা তিনি কুন্তলের কাছ থেকে পেয়েছিলেন৷ তবে এই টাকা তিনি সরাসরি হাতে নেননি। বরং তা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমে। বনি এ-ও দাবি করেন, তিনি গাড়ি কেনার জন্য অগ্রিম টাকা নিলেও, পরবর্তী সময়ে কুন্তলের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে উপস্থিত থেকে সেই টাকা শোধ করেছিলেন৷ 

ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় নাকি কেঁদে ফেলেছিলেন বনি। কুন্তলের কাছ থেকে নেওয়া টাকা কী ভাবে ফেরত দেবেন, তা নিয়েই সম্ভবত চিন্তায় পড়েছিলেন৷ কিন্তু, কথা রেখে বৃহস্পতিবারই তিনি ৪০ লক্ষ টাকা ফেরত দিয়ে দেন৷