মানুষকে বিভ্রান্ত এবং প্রভাব তৈরির চেষ্টা! মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিকাশ

কলকাতা: আলিপুরের এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি করেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের উপস্থিতিতেই এই ইস্যুতে মন্তব্য করেন তিনি। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আরও বেশি জলঘোলা হয়েছে কারণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে গিয়েছেন। এই ইস্যুতে দেওয়া হলফনামায় তিনি বড় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে।
আরও পড়ুন- হাইকোর্ট স্বস্তি দিল আইনজীবীকে সঞ্জয় বসুকে, অনুমতি ছাড়া কিছুই পারবে না ইডি
এদিন হলফনামায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে তাতে নিয়োগ দুর্নীতিতে যাঁরা যুক্ত এবং সুবিধাভোগী তাদের সমর্থন করাই বোঝায়। অবশ্য এর আগেও মুখ্যমন্ত্রী কারোর চাকরি যাবে না বলে মন্তব্য করেছিলেন। আদালতের নির্দেশের পরেও এমন মন্তব্য করা হয়েছে বলে দাবি বিকাশের। সিপিএম নেতা তথা আইনজীবীর আরও অভিযোগ, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের উপস্থিতিতে বিচারাধীন বিষয় নিয়ে অসত্য মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে বিভ্রান্ত এবং প্রভাব তৈরির চেষ্টা করেছেন তিনি।
বিষয় হল, বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বিকাশ আর্জি জানিয়েছেন যাতে আদালত এ বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে দ্রুত শুনানি করে। তবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, আদালত এই ব্যাপারে ভেবে দেখবে। তবে তিনি বিকাশের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, কেন তিনি এই মামলা করছেন না, কেন এই মামলা আদালত স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করুক বলে আবেদন করছেন। বিকাশ জানান, এ বিষয়ে একাধিক কেস রেফারেন্স দেওয়া হয়েছে।