বলাগড়: হুগলির নানা প্রান্তে শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান৷ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হদিশ পেতে শনিবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা৷ ব্যান্ডেল বালির মোড় এবং ব্যান্ডেল চার্চের কাছে দু’টি বাড়ির পর ইডি পৌঁছয় বলাগড়ের চাঁদড়ার বটতলা এলাকার একটি রিসর্টে৷ চাবি না থাকায়, একের পর এক লাথি মেরে তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসর্টের তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারী অফিসারদের দল। সেই ছবি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে৷
আরও পড়ুন- ‘আমি দলকে যতটা নিজের মনে করেছি….’, বিজেপি ছাড়ার কারণ ফাঁস করলেন কাঞ্চনা
বলাগড়ে শান্তনুর রিসর্টে ঢোকার চাবি না পেয়ে, জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘সিআইডি’-র চরিত্র ‘দয়া’র পন্থা অবলম্বন করেন ইডি-র আধিকারিকরা। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, রিসর্টে ঢোকার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা দুমদাম করে একের পর এক লাথি মারতে থাকে রিসর্টের দরজায়৷ তার পর দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালাতে শুরু করেন। ইডি আধিকারিকদের সেই ‘লাথি মারা অভিযান’ দেখতে রিসর্টের সামনে ভিড় জমান স্থানীয়রা৷
ব্যান্ডেল বালির মোড় এবং ব্যান্ডেল চার্চের কাছের দু’টি বাড়িতেও তালা ভেঙে ভিতরে ঢুকেছিলেন ইডি-র আধিকারিকরা৷ এর পর ইডির তালিকায় ছিল চুঁচুড়ার জগুদাসপাড়ার একটি আবাসন৷ সেখানে ফ্ল্যাট রয়েছে শান্তনুর৷ সেই ফ্ল্যাটে ঢুকতে গোয়েন্দাদের একটি দল একেবারে পৌঁছে যায় ওই আবাসনের প্রোমোটার অয়ন শীলের বাড়িতে। সেই ফ্ল্যাটেও তল্লাশি চলছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>