কৌস্তভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, স্পষ্ট জানাল কেন্দ্র

কৌস্তভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, স্পষ্ট জানাল কেন্দ্র

কলকাতা: আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে সিআরপিএফ নিরাপত্তা দিতে পারবে না। আদালতে রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, সোমবার অর্থাৎ আজকের মধ্যেই এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে কেন্দ্রকে। সেই মতো নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তার বিষয় নিয়ে এদিন রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। তারা জানিয়েছে, এই মুহূর্তে অতিরিক্ত সিআরপিএফ তাদের হাতে নেই, সেই কারণে তারা নিরাপত্তা দিতে পারছে না। 

আরও পড়ুন- ‘চাকরি খাবেন না’, মমতার মন্তব্যে আপত্তি তুলে হাই কোর্টে বিকাশ! আদালত অবমাননার মামলার আর্জি

এই মামলার গত শুনানিতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বিচারপতির মন্তব্য ছিল, যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। কোনও নোটিস না পাঠিয়ে এভাবে গ্রেফতারি নাগরিকের অধিকার ক্ষুন্ন করেছে। এই ইস্যুতে মামলাকারী কৌস্তভ বাগচীর এবং রাজ্য সরকারের সিনিয়র আইনজীবীকে আদালতের পরামর্শ, বিষয়টি তারা যাতে মিটিয়ে নেন। আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করে নিতেই পরামর্শ দিয়েছেন বিচারপতি। উভয় পক্ষের বৈঠকের পর কী সিদ্ধান্ত হল তা আগামী সোমবার আদালতে জানানোর নির্দেশ বিচারপতি রাজা শেখার মান্থার।