কলকাতা: একটা একটা করে দিন এগোচ্ছে আর নতুন নতুন তথ্য সামনে আসছে নিয়োগ কাণ্ডে। সম্প্রতি গ্রেফতার হয়েছেন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। তাঁকে ঘিরে এমন এমন তথ্য সামনে আনছে ইডি যা শুনে অবাক হতেই হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অয়নের বাড়ি থেকে পুরসভার পরীক্ষা সংক্রান্ত ওএমআর সিট, অ্যাডমিট কার্ড উদ্ধার করেছে। এছাড়া তাঁর ব্যাঙ্কের নথি ঘেঁটে প্রায় ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা সাদা করা হত অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে।
আরও পড়ুন-শান্তনু-ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে রিসর্টে ডেকে জিজ্ঞাসাবাদ, হাতে এল বহু নথি, প্রিন্টার আনল ইডি
কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছে, রাজ্যের অন্তত ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে অয়নের অফিস থেকে। তিনি একজন প্রমোটার, তাই এই নথি তাঁর কাছে থাকার কোনও প্রশ্নই ওঠে না। তাহলে কী ভাবে এইসব নথি তাঁর কাছে এল? ইডির দাবি, অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর প্রায় ৫০ কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে। তাই তাদের অনুমান, দুর্নীতি কাণ্ডের সঙ্গে অয়ন শীলের দৃঢ় যোগ আছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নিয়োগ দুর্নীতির অস্বস্তির মাঝেই বড় সিদ্ধান্ত মমতার! Mamata Banerjee gives instruction to Bratya Basu” width=”560″>
দাবির এখানেই শেষ নয়। গোয়েন্দা সংস্থা এও আন্দাজ করতে পেরেছে যে, ২০১২ সালের টেট পরীক্ষাতেও কেলেঙ্কারি হয়েছে এবং তার সঙ্গেও যুক্ত থাকতে পারেন এই অয়ন। সেটা কেমন ভাবে সম্ভব? ইডির নতুন দাবি, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের নামের তালিকাও অয়ন শীলের অফিস থেকে উদ্ধার করা গিয়েছে। যা তুলে দিয়েছে একাধিক বিরাট প্রশ্ন। তাহলে সত্যিই সেই বছর টেটেও দুর্নীতি হয়েছে? নাকি সেই বছর থেকেই নিয়োগ কাণ্ডে দুর্নীতির শুরু? এত বছর ধরে প্রমোটার পরিচয় দিয়ে তাহলে কি শান্তনুর ঘনিষ্ঠ এই অয়ন লাগাতার বেআইনি কাজ করে গিয়েছেন? এইসব প্রশ্নের উত্তর এখন খুঁজছে তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন- কেষ্টর পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! কার দাক্ষিণ্য? উত্তর খুঁজছে ইডি
এর পাশাপাশি আরও একটি বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি। এতদিন নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া প্রভাবশালী নেতা বলতে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অয়ন শীলকে জেরা করার পর আরও নতুন প্রভাবশালীদের নাম উঠে এসেছে বলেই দাবি। সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে, তাতে অন্তত ৪-৫ জনের নাম জানতে পেরেছে ইডি। শুধু তাই নয়, ম্যারাথন তল্লাশিতে প্রভাবশালীদের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলেও দাবি তোলা হয়েছে।