দৈনিক সংক্রমণ হাজারের দুয়ারে, লাফিয়ে বাড়ছে সক্রিয়তার হার, উদ্বেগ বাড়াচ্ছে ১৪ জেলা

দৈনিক সংক্রমণ হাজারের দুয়ারে, লাফিয়ে বাড়ছে সক্রিয়তার হার, উদ্বেগ বাড়াচ্ছে ১৪ জেলা

e9308bfad826518a13257a18f320653f

নয়াদিল্লি: ফের ফুঁসতে শুরু করেছে করোনা৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল হাজারের দুয়ারে৷ করোনা সক্রিয়তার হার বেশ কয়েকটি জেলায় ১০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের মোট ১৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ১০ শতাংশ কিংবা তার বেশি।

আরও পড়ুন- দায়ী কি H3N2 ভাইরাস? দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৯০০

১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত কোভিড পরিস্থিতির সাপ্তাহিক বিশ্লেষণে যে তথ্য উঠে এসেছে, তা বেশ আতঙ্কের৷ দেখা গিয়েছে, দেশের ৩৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। মূলত শেষ চার দিনের পরিসংখ্যান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ১৪ মার্চ পর্যন্ত ৫ থেকে ১০ শতাংশ করোনা সক্রিয়তা দেখা গিয়েছিল মাত্র ১৫টি জেলায়।  পরের চার দিনে লাফিয়ে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৪-এ।

দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, হিমাচল প্রদেশ, গোয়া, কেরল, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের৷ এই রাজ্যগুলির বিভিন্ন অংশে গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। গত সপ্তাহেই এই রাজ্যগুলিতে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। শীত শেষে বসন্তে সংক্রমণ বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞরা৷