এবার দুয়ারে সরকার বুথে বুথে! টাস্ক ফোর্স গড়তে বলল নবান্ন

এবার দুয়ারে সরকার বুথে বুথে! টাস্ক ফোর্স গড়তে বলল নবান্ন

কলকাতা: ১ এপ্রিল থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার৷ পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে শিবিরের ষষ্ঠ সংস্করণে থাকছে চমক৷ এবার একেবারে বুথভিত্তিক স্তরে শিবিরের আয়োজন করার নির্দেশ দিয়েছে নবান্ন। বিশেষ করে গ্রামাঞ্চলে জন্য এই নীতি অবলম্বন করতে হবে বলে নির্দেশ৷ সোমবার দুয়ারে সরকার নিয়ে জেলা শাসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের পদস্থ কর্তারাও৷ নবান্ন সূত্রের খবর, ওই বৈঠকে টাস্ক ফোর্স গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া  প্রত্যেক দিন দুয়ারে সরকার নিয়ে জেলাশাসকদের সাংবাদিক বৈঠকও করতে বলা হয়েছে। যেখানে দুয়ারে সরকার শিবিরে ঠিক কত লোক অংশ নিল। কোন ধরনের সরকারি পরিষেবার প্রতি আমজনতার আগ্রহ বেশি, সেই সকল বিষয়গুলি তুলে ধরা হবে৷

 

আরও পড়ুন- ‘‌সুযোগ পেলে আবার তৃণমূলকর্মীদের চাকরি দেব’‌, বিস্ফোরক মদন

দুয়ারে সরকার শিবিরে পরিষেবার তালিকায় এবার বিধবা ভাতাকেও অর্ন্তভুক্ত করা হয়েছে। বেশ কিছুদিন ধরে নতুন করে বিধবা ভাতার আবেদন গ্রহণ করা হচ্ছিল না। যা নিয়ে অভিযোগে পাহার জমছিল৷ বিষয়টি জনপ্রতিনিধিরা সরকারের নজরে এনেছিল। পঞ্চায়েত ভোটের আগেই এই বিষয়ে গুরুত্ব দেওয়া হল৷ এবার মোট ৩২ পরিষেবা নিয়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে৷

এদিকে, নবান্নের নির্দেশে ২৩ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মাথায় রয়েছে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ৷ টাস্ক ফোর্সের সদস্য-সচিব হয়েছেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। সদস্য হিসাবে রয়েছেন পঞ্চায়েত দফতরের আরও পাঁচ আধিকারিক। কৃষি, শিক্ষা, শ্রম-সহ ১৬টি দফতরের সচিবদেরও এই টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে।

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার৷ শিবির চলবে ২০ দিন। আবেদনপত্র নেওয়া হবে ১০ মার্চ পর্যন্ত। পরবর্তী ১০ দিনে সুবিধাপ্রদান নিশ্চিত করা হবে৷ শিবিরে আসা মানুষজন ঠিক ভাবে সব রকম সুযোগসুবিধা পাচ্ছেন কিনা, সেই বিষয়ে নজরদারি চালাবে টাস্ক ফোর্স। জেলাস্তরে এই নজরদারির দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের উপরে৷