কলকাতা: শহর তথা এলাকা পরিষ্কার রাখতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। তাই বাড়ির ময়লা ফেলার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তাদের তরফে। নতুন এই নিয়ম মেনে ময়লা না ফেললে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তাই সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার আবেদন জানিয়েছে পুরসভা। ইতিমধ্যে সবুজ এবং নীল বালতির ব্যবস্থা করা হয়েছে। যাতে শুকনো এবং ভেজা ময়লা পৃথকভাবে ফেলা হয়।
আরও পড়ুন- ‘ক্রমশ প্রকাশ্য’ সুজাতার জীবনে নতুন বসন্ত? যা বললেন তৃণমূলের নেত্রী..
কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের বাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছে এই সবুজ এবং নীল বালতি। যথাক্রমে ভেজা এবং শুকনো ময়লা এই দুই বালতিতে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। তা যদি না মানা হয় বা কেউ যদি এই নির্দেশ না মেনে ময়লা ফেলেন তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। এক কথায়, পুরসভার আইন না মেনে ময়লা ফেলা যাবে না এবার থেকে। সম্প্রতি বেহালার বেশকিছু ওয়ার্ড পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। খতিয়ে দেখেন এলাকাবাসী দুই বালতির ব্যবহার ঠিকভাবে করছে কিনা। এও জানান, উচ্চমাধ্যমিকের পর মানুষকে এই ব্যাপারে সচেতন করতে আরও জোরদার প্রচার করা হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অয়নের নিত্যনতুন কীর্তির পর্দাফাঁস! Case was filed against Ayan in Chinsurah police station” width=”853″>
ময়লা ফেলার নয়া নিয়মের ব্যাপারে পুরসভার তরফে জানান হয়েছে, এই নিয়ম মেনে চললে ভবিষ্যতে আর ধাপার মাঠ তৈরি হওয়ার মতো পরিস্থিতি আসবে না। আর যারা নিয়মমাফিক ময়লা ফেলবেন না তাদের বাড়ি থেকে পুরসভা ময়লা সংগ্রহ করতে যাবে না। অন্যদিকে, সেই ময়লা কেউ যদি রাস্তায় ফেলে তাহলে তাকে জরিমানা করা হবে।