দুর্ঘটনায় আহত কর্মচারীদের পাশে অটোমোবাইল ওয়ার্কার্স ইউনিয়ন, চিকিৎসার অর্থও আদায় হল

দুর্ঘটনায় আহত কর্মচারীদের পাশে অটোমোবাইল ওয়ার্কার্স ইউনিয়ন, চিকিৎসার অর্থও আদায় হল

কলকাতা: অটোমোবাইল ডিলার পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন (CITU)-এর উদ্যোগে আবার উপকৃত হলেন অটোমোবাইল ডিলারের দুই কর্মচারী। বাইক দুর্ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়েছিলেন। তাদের দুজনের পরিবারের পাশে যেমন তারা থেকেছে, অন্যদিকে, ডিলারশিপ ম্যানেজমেন্টের থেকে চিকিৎসা খরচ আদায় করতেও ইউনিয়ন সমর্থ হয়েছে। বুধবার ওই দুই কর্মচারীকে ১ লক্ষ টাকা এবং ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের

গত ৬ মার্চ ‘মা’ ফ্লাইওভারের ওপর বাইক দুর্ঘটনায় আহত হন অটো হাইটেক সল্টলেকের এম জি মটোরস ডিলারশিপের দুই কর্মচারী সৈকত মণ্ডল এবং পার্শিয়া গোস্বামী। ওই সময় ফ্লাইওভারের ওপর দু’জন ডাক্তারের তৎপরতায় প্রাণ রক্ষা হয় তাদের। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সৈকতকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং পার্শিয়াকে মল্লিকবাজারের এক নিউরো হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন- ১০০ কোটির চাকরি বিক্রি করেছেন অয়ন! বিপুল OMR সিট উদ্ধারে দাবি ইডির

ঘটনার ঠিক পরের দিন ৭ মার্চ ইউনিয়নের কাছে খবর পৌছয়। কিন্তু সেদিন দোল থাকার জন্য ইউনিয়নের থেকে বিশেষ কোনও উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি। তবে তার পরের দিন পার্শিয়া ও সৈকতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সৈকতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেও ইউনিয়ন থেকে সৈকতের বাড়ি যাওয়া হয়, আবার পার্শিয়ার বাড়িতে গিয়েও ইউনিয়নের প্রতিনিধিরা পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকে ওই ডিলারশিপের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু প্রথমে ডিলারশিপের ম্যানেজমেন্ট কথা বলতে চায়নি। পরে অবশ্য তারা নিজেরাই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে এবং দীর্ঘ কথপোকথনের পর তারা পার্শিয়া এবং সৈকতের আংশিক চিকিৎসা খরচ দিতে সম্মত হয়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের

যদিও শেষ এক সপ্তাহ যাবৎ নানান অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ইউনিয়নের নিরন্তর ফোন কল এবং নিরলস প্রচেষ্টায় অবশেষে ২২ মার্চ সৈকত এবং পার্শিয়ার আংশিক চিকিৎসা খরচ আদায় করতে ইউনিয়ন সমর্থ হয়। আজ ম্যানেজমেন্টের পক্ষ থেকে পার্শিয়ার গোস্বামীকে ১ লক্ষ টাকা ও সৈকত মণ্ডলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।