কলকাতা: রেলযাত্রীদের জন্য সুখবর৷ বাংলার ঝুলিতে আসতে চলেছে আরও এক বন্দেভারত এক্সপ্রেস৷ আর মাত্র ১৫ দিনের অপেক্ষা৷ তার পরেই পূর্ব ভারতে চলে আসবে দ্বিতীয় বন্দেভারত৷ কিন্তু কোন রুটে চলবে এই ট্রেন?
আরও পড়ুন- নারদকাণ্ডে এখনও কেন গ্রেফতার হলেন না শুভেন্দু? বিঁধলেন কুণাল, যা বলল শুভেন্দুর দফতর
জানা গিয়েছে, এবারও নজরে সেই এনজেপি বা নিউ জলপাইগুড়ি। তবে আর কলকাতা থেকে নয়। সম্ভবত, দ্বিতীয় বন্দে ভারত চলবে এনজেপি-গুয়াহাটি রুটে। সম্প্রতি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে এমনই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহেই উদ্বোধন করা হতে পারে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। জানা যাচ্ছে, আপাতত সপ্তাহে ২ দিন এনজিপি-গুয়াহাটি রুটে এই ট্রেনটি চলবে। তবে এই রুটের ভাড়া কত হবে বা কোন কোন চলবে, সেই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে বাংলা যে দ্বিতীয় বন্দে ভারত পেতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। কেন্দ্রীয় বাজেটেই সেই ঘোষণা করা হয়েছিল। আর রাজনৈতিক দিক থেকে রেলের নজরে যে উত্তরবঙ্গ, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ঢেলে সাজানো হচ্ছে নিউ জলপাইগুড়ে স্টেশনকে। যার ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা ব্যাপক সুবিধা পেতে চলেছে। তাছাড়া যে সকল যাত্রী উত্তরবঙ্গ হয়ে গুয়াহাটি যেতে চান, তাঁদের জন্যও বিশেষ সুবিধা থাকবে এঅ ট্রেনে।
বিশেষ সূত্রে দাবি, আনুষ্ঠানিকভাবে ট্রেনের টাইম টেবিল এখনও পর্যন্ত নির্দিষ্ট করা না হলেও, সম্ভবত ভোরের দিকেই গুয়াহাটি থেকে রওনা দেবে বন্দে ভারত। এনজেপি পৌঁছবে দুপুরের দিকে৷ দুপুরের পর সেটি ফের এনজেপি থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে। এদিকে, হাওড়া থেকে যে বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়ে, সেটি এনজেপি পৌঁছায় বেলা দেড়টা নাগাদ। ফলে সময় নষ্ট করে ওইদিনই পর্যটকেরা গুয়াহাটির উদ্দেশে রওনা দিতে পারবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>