পর্ষদের শোকজ চিঠি গেল মৃত শিক্ষকের কাছে! ধর্মঘটের দিন নাকি স্কুলে অনুপস্থিত

পর্ষদের শোকজ চিঠি গেল মৃত শিক্ষকের কাছে! ধর্মঘটের দিন নাকি স্কুলে অনুপস্থিত

কলকাতা: বামেদের ডাকা ধর্মঘটের দিন স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে এক শিক্ষককে শোকজের চিঠি দেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে, সেই শিক্ষক আদতে মৃত। তাই এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এমন ‘কাঁচা’ কাজ কী ভাবে করা হল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যদিও নিজেদের সাফাইয়ে অন্য যুক্তি দিয়েছে পর্ষদ।  

আরও পড়ুন- বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর

বিষয় হল, ধর্মঘটের দিন স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে শোকজের চিঠি গিয়েছে ২০১৯ সালে মৃত এক শিক্ষকের নামে। তিনি আদিসপ্তগ্রামের এক হাইস্কুলের শিক্ষক সুকুমার গোস্বামী। এই চিঠি আসার পরে জেলাজুড়েই আলোড়ন কারণ জানা গিয়েছে, সুকুমার প্রয়াত তো বটেই, অবসরও নিয়েছিলেন ২০১৫ সালে। তাহলে কী ভাবে তাঁর নামে মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো এই চিঠি এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক সংগঠন এসটিইএ।