কলকাতা: জাতীয় শিক্ষানীতি মেনে এখনই স্নাতকে চার বছরের পাঠক্রম নয়। জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে বিতর্কের মাঝে অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ এদিন তিনি জানিয়ে দিলেন, চার বছরের পাঠ্যক্রম চালু করার আগে উপাচার্যদের নিয়ে কমিটি তৈরি করা হবে। সেই কমিটির মতামতের ভিত্তিতেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন- ২০ হাজার শিক্ষককে শোকজ নোটিস শিক্ষা দফতরের, কাটা হবে কাদের বেতন?
তিন বছরের পরিবর্তে জাতীয় শিক্ষানীতি মেনে এ রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রম কি আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে? এই নিয়ে বিতর্কের মাঝেই শিক্ষামন্ত্রী জানালেন, এই পদ্ধতি কার্যকর করার আগে রাজ্য সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায়৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা হবে, তা নিয়ে মত দেবে এই কমিটি।
শনিবার ভাষামেলায় যোগ দিয়ে ব্রাত্য বলেন, ‘‘এই নিয়ে কোনও কথা বলব না। চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করব। উপাচার্যদের নিয়ে এই কমিটি হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা যেতে পারে, তা নিয়ে কমিটি মত দেবে। তার পরেই এই বিষয় নিয়ে বলতে পারব।’’
চার বছরের স্নাতক পাঠক্রম চালু করার ক্ষেত্রে আরও একটি সমস্যা রয়েছে৷ সেই বিষয়টিও তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। অবিবম্বে নতুন নিয়ম চালু করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তুলতে হবে৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সেই পরিকাঠামো রয়েছে কি না, সেটাও আগে জানা প্রয়োজন৷ তিনি বলেন, ‘‘এই নির্দেশিকা নিয়ে আমরা বলতে পারি, পরিকাঠামো তৈরির জন্য যে প্রচুর টাকা দরকার, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নীরব রয়েছে। টাকাপয়সার ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশিকা চাই।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>