কেউ বাঁচাতে পারবে না! এজলাস বয়কট-পোস্টার ইস্যুতে কড়া বার্তা হাইকোর্টের বিচারপতির

কেউ বাঁচাতে পারবে না! এজলাস বয়কট-পোস্টার ইস্যুতে কড়া বার্তা হাইকোর্টের বিচারপতির

কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ঝামেলা এবং বাড়ির সামনে পোস্টার সাঁটানোর ঘটনায় পুলিশ ৬ জনের নাম জানিয়েছিল। সেই ৬ জনের পরিচয় সম্পর্কে জানতে চাইলেন বিচারপতি টি এস শিবগানাম। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কেউ বাঁচাতে পারবে না তাঁদের! একই সঙ্গে তাঁর প্রশ্ন, ওই ছয় জন কারা? কী জন্য এই কাজ করেছে? তারা টাকার বিনিময়ে এই কাজ করতে পারে। এই ইস্যুতে হলফনামা চেয়েছেন তিনি। 

আরও পড়ুন- মেলেনি প্রাপ্য সম্মান, দেশ-বিদেশে ফুটবল খেলা মেয়ে এখন জোম্যাটোর ডেলিভারি গার্ল!

এদিনের শুনানিতে আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে বিচারপতি চিত্তরঞ্জন দাশের গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। বিচারপতি আইনজীবীর কাছে জানতে চান তিনি আদালতের সঙ্গে সৎ আচরণ করছেন কিনা। কারণ তিনি জানিয়েছেন, যে ৮৬ জনের নাম সিল কভারে দেওয়া হয়েছে তাদের তিনি চিনতে পারছেন না। তবে বিচারপতির হুঁশিয়ারি, কী করে চিনতে হয় তা তারা জানেন। যদি এরা নিজে থেকে সামনে না আসে তাহলে চিনে ঠিক নেওয়া হবে। বিচারপতি টি এস শিবগানাম বলেন, তাঁদের মনে হয় এতজন নয়, মাত্র ১২ থেকে ১৩ জন এই কাজ করেছে।