তাপসের বিরুদ্ধেও তদন্তে প্রস্তুত CBI, বিচারপতি মান্থা বললেন, আদালত সত্য জানতে চায়

তাপসের বিরুদ্ধেও তদন্তে প্রস্তুত CBI, বিচারপতি মান্থা বললেন, আদালত সত্য জানতে চায়

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাপস সাহা মামলার শুনানিতে তেমনই ইঙ্গিত মিলল। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, ‘‘আদালত সত্য জানতে চায়৷’’ বাকি নিয়োগ দুর্নীতির তদন্তের মতো এই মামলারও তদন্তভারও কি কেন্দ্রীয় সংস্থার হাতেই তুলে দেওয়া হবে? সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে৷ 

আরও পড়ুন- নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দমকল-সহ বিভিন্ন সরকারি দফতরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ মঙ্গলবার বিচারপতি মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি৷ সেই সময় সিবিআই আদালতকে জানায়, তারা তাপসের বিরুদ্ধে তদন্ত করতে প্রস্তুত। সিবিআই-এর বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা বলেন, ‘‘নিয়োগ দুর্নীতির অনেকগুলি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা৷ এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থাই তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত।” এই বিষয়ে রাজ্যের মতামতও জানতে চেয়েছেন বিচারপতি মান্থা৷ 

দমকল সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। এই অভিযোগ এনে মামলা করেন ইউসুফ আলি শেখ। মঙ্গলবার দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা বলেন, ‘‘তদন্তের অগ্রগতি নিয়ে আদালত চিন্তিত নয়। তবে আদালত সত্য জানতে চাইছে।’’