নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কনভয় হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকেই বেছে নেওয়া হয়েছে। এতএব, বাংলায় শিক্ষাক্ষেত্রের দুর্নীতির ইস্যু ছাড়া এবার আরও এক মামলায় নির্দেশ এল সিবিআই তদন্তের। 

আরও পড়ুন- আসানসোলে কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, ভিন্‌ রাজ্য থেকে ধরল পুলিশ

গত ২৫ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে দিনহাটায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ তবে অভিযোগ ওঠে, বিজেপি সমর্থকদের হেনস্থা করেছে পুলিশ। গাড়িতে হামলার ঘটনায় পুলিশ ২৩ জন বিজেপি সমর্থকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিল। তবে সেই বিজেপি সমর্থকদের রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।