দুর্নীতির মহাসমুদ্রে হাবুডুবু! নিয়োগ মামলায় ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির

দুর্নীতির মহাসমুদ্রে হাবুডুবু! নিয়োগ মামলায় ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা: ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি মামলার শুনানিতে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  তাঁর কথায়, দুর্নীতির সমুদ্র তৈরি হয়েছে, যাতে এখন হাবুডুবু খাওয়া চলছে। সব নদী গিয়ে সমুদ্রে মিশেছে বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু আবার ঠিক কোন প্রেক্ষিতে এই কথা বলতে হল তাঁকে?

আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা

বুধবার প্রাথমিকের একটি মামলার শুনানিতে দাবি করা হয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রচুর সংখ্যক বেআইনি নিয়োগ করা হয়েছে। তাই পুরো প্যানেল বাতিল না করা হলে উপায় মিলবে না। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি হলফনামা দিয়ে জানিয়েছেন, কোনও অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি। আবার সিবিআইও এই নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এদিন। হাইকোর্টের বিচারপতির এই মামলাতেই প্রশ্ন, একটা বাইরের এজেন্সিকে ওএমআর শিটের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগাম পেমেন্টও দেওয়া হয়েছিল। এটা দূর্নীতি নয় তো কী? কী করে এই সরকারের শিক্ষা দফতর এই বেআইনি কাজ সহ্য করল, সেই প্রশ্নও ছিল তাঁর। আর এই প্রেক্ষিতেই তাঁর মন্তব্য, দুর্নীতির মহাসমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। এই অবস্থায় ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে।