তৃণমূল কর্মীকে গুলি করে খুন! উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

তৃণমূল কর্মীকে গুলি করে খুন! উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক এর আগেই আবার গুলির চলার ঘটনা ঘটল রাজ্যে। উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে গুলি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে। যদিও ঠিক কী কারণ এই গুলি চলল তা এখনও পরিষ্কার নয়। 

আরও পড়ুন- নেতাদের নাম বলতে বাধ্য করা হচ্ছে! বিস্ফোরক দাবি কুন্তলের

স্থানীয় সূত্রে খবর, এদিন এই এলাকায় বুথ কমিটির বৈঠক ডেকেছিল তৃণমূল কংগ্রেস। দলীয় সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। জানা গিয়েছে, বৈঠক থেকে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালান হয়। এই ঘটনায় আরও তিন তৃণমূল কর্মী আহত হয়েছেন। সেখান থেকে দ্রুত সকলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। তার নাম ফইজুল বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তপ্ত গোটা এলাকা। এদিকে মৃতের পরিবারের দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।