কলকাতা: বুধবার শহিদ মিনারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন এবার সেই একই সুর শোনা গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের গলায়। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে দলীয় নেতাদের নাম বলতে বাধ্য করছে। অভিষেকের ঠিক একই রকম বক্তব্য ছিল যে, সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ এবং মদন মিত্রকে জোর করে তাঁর নাম নিতে চাপ দেওয়া হয়।
আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা
জেল হেফাজত শেষে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সেই আদালত চত্বরেই কুন্তল বলেন, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছেন আধিকারিকরা। স্বাভাবিকভাবেই এই মন্তব্য হইচই সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। যদিও বিজেপির তরফ থেকে এর বিরোধিতা করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এইসব বলে আদতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দুর্নীতিতে গ্রেফতার হওয়া এই ব্যক্তি। কোনও দাবিই সত্যিই নয়। কিন্তু এই নিয়ে এখন যে চর্চা শুরু হয়েছে তা সহজে থামার নয় বলেই অনুমান।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গাড়ির টাকা কোথায় পেলেন শতরূপ? কুণাল ঘোষের আক্রমণ! Kunal Ghosh slams Shatarup Ghosh” width=”835″>
এমনিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি নিয়ে তৃণমূলের অভিযোগ কম কিছু নয়। তারা কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলহিলনে কাজ করছে বলে দাবি করা হয়েছে অনেকবার। সেই প্রেক্ষিতে গতকাল বিরাট দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, সারদা কাণ্ডে ধৃত কুণাল ঘোষ এবং মদন মিত্রকে একসময় তাঁর নাম বলতে জোর করা হয়েছিল। বললেই তাঁদের ছেড়ে দেওয়া হবে বলেও শর্ত দেওয়া হয়েছিল।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন