কলকাতা: বুধবার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা৷ সেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রিতের তালিকায় ছিলেন শহরের সমস্ত স্তরের প্রতিনিধিরা৷ সেই ভেন্যুতেই মুখ্যমন্ত্রীর কাছে বকুনি খেলেন বউবাজারের বিধায়ক৷ নয়না বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বিধানসভা এলাকায় তাঁকে বেশি করে সময় দেওয়ার পরামর্শও দিলেন তিনি। জানিয়ে দিলেন, নয়নার নামে বহু অভিযোগ কানে আসছে তাঁর৷ এদিকে ধমক খেয়েই হাউহাউ করে কেঁদে ফেললেন তৃণমূল নেত্রী৷ তাঁর কান্না থামাতে আসরে নামতে হল অন্যান্য নেতা-নেত্রীদের৷
আরও পড়ুন- দুর্নীতি যখন চলে, তখন সরকারের কাজ ঠিক কী? বাম থেকে তৃণমূল, নিয়োগে দুর্নীতি বহাল!
উল্লেখ্য, বুধবার ইফতার মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীকে নমস্কার করতে যান নয়না বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেই সময়েই নয়নাকে বকাঝকা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে অভিযোগ এসেছে নয়না তাঁর এলাকায় যথাযথ সময় দিচ্ছেন না। তাঁকে নাগালে পাচ্ছে না সাধারণ মানুষ। পাশাপাশি তাঁর অন্যান্য কিছু কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর এহেন আচরণ বরদাস্ত করা হবে না বলেও নয়নাকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তারপরেই নাকি কান্নায় ভেঙে পড়েন বউবাজারের বিধায়ক। বেশ কিছুক্ষণ মঞ্চে বসেই তাঁকে কাঁদতে দেখা যায়। এর পর আসরে নামেন প্রয়াত সাধান পান্ডের কন্যা শ্রেয়া, তৃণমূল কাউন্সিলার কাজরি বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস-সহ বেশ কয়েকজন৷ তাঁর সবাই মিলে তাঁকে সান্ত্বনা দেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও এগিয়ে আসেন৷ প্রায় মিনিট দশেক এভাবেই ইফতার মঞ্চে ছিলেন নয়না। পরে কারও সঙ্গে কোনও কথা না বলেই পার্ক সার্কাস ময়দান ছাড়েন বিধায়ক৷ যদিও নয়নার দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে ঠিকই কিন্তু, তিনি তাঁকে বকেননি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>