ঢাকা: বাংলাদেশে সম্প্রতি উদ্বোধন হয়েছে পদ্মা সেতুর। বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে এমন একটি সেতু এটি। অন্তত এমন দাবিই করছে বাংলাদেশ সরকার। এই সেতুকে নিয়ে শুধুমাত্র যে বাংলাদেশে আলোড়ন তা নয়, ভারত সহ বিশ্বের অন্যান্য দেশেও চর্চা চলছে এই সেতু নিয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি সাধন করবে এই সেতু। আপাতত এই পদ্মা সেতু নিয়ে জনমানসের কৌতূহলের কোনও অভাব নেই। আর দিন দিন একের পর এক নয়া তথ্য সামনে আসছে এই সেতুকে কেন্দ্র করে। এখন যেমন জানা গেল, বিশ্বের সবথেকে দামি সিমেন্ট লেগেছে পদ্মা সেতুর নির্মাণে!
আরও পড়ুন- ‘অগ্নিবীর’ নিয়োগে রয়েছে গুচ্ছ শর্ত, কী কী সুবিধা পাবেন এই সেনারা
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যে সিমেন্ট দিয়ে এই পদ্মা সেতু তৈরি হয়েছে তা ‘মাইক্রো ফাইন’ নামে পরিচিত এবং তার দাম বস্তা প্রতি ১৫ হাজার টাকা! দাবি, এটাই বিশ্বের সবচেয়ে দামি সিমেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে যে দামের সিমেন্ট পাওয়া যায় তার থেকে কয়েক গুণ বেশি দাম এই সিমেন্টের। তথ্য বলছে, বাংলাদেশের এখন সবথেকে ভালো সিমেন্টের দাম বস্তা প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা, তার ওপরে কোনও সিমেন্ট নেই। তাই অত্যাধুনিক এই সিমেন্ট কাজে লাগানো হয়েছে পদ্মা সেতু নির্মাণে। মোট ব্যবহার করা হয়েছে আড়াই লক্ষ টনের বেশি সিমেন্ট। কিন্তু এই সিমেন্টের বিশেষত্ব কী? সেটাও প্রকাশ্যে এসেছে।
বলা হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে আসা এই সিমেন্ট অত্যন্ত মিহি এবং শক্তিশালী। আর এই কারণে এর বাঁধন খুবই শক্ত হয়। জলের তলায় থাকলেও কোনও সমস্যা হয় না। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, পদ্মা সেতুর ভার নিয়ে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলির ব্যাস রাখা হয়েছে প্রায় ১০ ফুট, স্তম্ভের নীচে রয়েছে বড় বড় সিমেন্টের চাঁই। তাতেই এই সেতুর ভিত অনেক মজবুত হয়েছে বলেই দাবি। এদিকে প্রায় ৯০ হাজার টন লোহার রড লেগেছে সেতু নির্মাণে, বালি লেগেছে সাড়ে ৩ লক্ষ টন। এই সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশী মুদ্রা।