নয়াদিল্লি: রহস্যে মোড়া প্রকৃতির গভীরতা মাপা সহজ কথা নয়৷ প্রকৃতির সৌন্দর্যের মধ্যেও লুকিয়ে থাকে ভয়াবহতা৷ সেটাই যেন আরও একবার বুঝিয়ে দিল সাম্প্রতিক তুষার ধসের একটি ঘটনা৷ পাহাড়ের গা বেয়ে নেমে আসা তুষারধসের ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য লেন্সবন্দি করতে গিয়ে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন পর্বতারোহীদের একটি দল।
আরও পড়ুন- ফের শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত, ৩০ লক্ষ মানুষকে সহায়তা রাষ্ট্রসঙ্ঘের!
ভিডিয়োতে এই মনোরম দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালই লাগবে। কিন্তু, যাঁরা গোটা ঘটনাটি চাক্ষুষ করছেন, তাঁরা জানেন এর পরতে পরতে লুকিয়েছিল বিপদের ঘ্রাণ৷ এমন পরিস্থিতির মুখোমুখি হলে মৃত্যু যে অবধারিত, তা বুঝতে কোনও অসুবিধা হয় না৷ আর যাঁরা পাহাড়কে জড়িয়ে বাঁচেন, তাঁরা এহেন বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন বারবার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি তুষারপাতের ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ ঘটনাটি কিরঘিজস্তানের তিয়ান শান পর্বতের। সেখানে দেখা গিয়েছে রোদ ঝলমলে আকাশ। ন্যাড়া পাহাড় বেয়ে উঠছে পর্বতারোহীর দল৷ পাহাড়ের একদম উপরের দিকটা তুষারে ঢাকা৷ হঠাৎই দুটি পাহাড়ের মাঝখান দিয়ে সাদা পুরু মেঘের মতো কিছু নেমে আসতে দেখেন পর্বতারোহীরা। তাঁরা নিমেষেই বুঝে যান বিপদ আসন্ন। এর মধ্যে তাঁদের চোখের সামনে দিয়ে নিমেষেই পাহাড়ের সেই ঢাল বেয়ে দুর্বার গতিতে পাদদেশে আছড়ে পড়ল তুষারধস। সেই দৃশ্য যেমন অভূতপূর্ব, তেমনই ভয়ঙ্কর!
জীবনের ঝুঁকি নিয়েও প্রকৃতির সেই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করেন পর্বতারোহীরা। তাঁদের উপরে এসে আছড়ে পড়ে সেই তুষারধস। তবে সৌভাগ্যবশত বেঁচে গিয়েছে ১০ জন পর্বতারোহীই৷
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ওই পর্যটকদের দলে ছিলেন নয়জন ব্রিটিশ এবং একজন আমেরিকান। তুষারধসের হাত থেকে তাঁরা সকলে অল্পের জন্য বেঁচে গেলেও এক মহিলা অভিযাত্রী হাঁটুতে সামান্য চোট পেয়েছেন। পরে তাঁকে ঘোড়ায় চাপিয়ে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কার্যত ভিডিওটি দেখলে বোঝা যাবে, কতটা ঝুঁকি নিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্বাতারোহীরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>