Aajbikel

নৈশভোজের পর হাঁটছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের

 | 
cricket

কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন স্পিনার মুর্তাজা লোধগার। মাত্র ৪৫ বছর বয়সে অকাল প্রয়াণ ঘটল তাঁর। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই নৈশ ভোজ করার পর হাঁটতে বেরিয়ে ছিলেন তিনি। তখনই হৃদরোগে আক্রান্ত হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন তিনি। মুর্তাজার অকাল প্রয়াণে গোটা ময়দান শোকস্তব্ধ।

আরও পড়ুন- শুধু ভবানীপুরের দিন ঘোষণা! কমিশনের সিদ্ধান্তে 'সন্দেহ' দিলীপের

Former West Bengal spinner Murtaza Lodhgar dies aged 45 - Sports News

জানা গিয়েছে, নৈশ ভোজের পর প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে ছিলেন মুর্তাজা। তখন আচমকাই বুকে যন্ত্রণা অনুভব করার সময়ে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ষোঘণা করা হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন সিএবি-র প্রধান অভিষেক ডালমিয়া, প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। তাঁর শেষকৃত্যে পরিবারকে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করছে সিএবি। বিনু মাঁকড় ট্রফি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল মিজোরামের অনূর্ধ্ব-১৯ দল। বিশাখাপত্তনমে দলের সঙ্গে ছিলেন লোধগার। কেউ ভাবতেও পারেনি যে রোজগারের এক অভ্যাসের সময় এই পরিণতি হবে তাঁর। রঞ্জিতে বাংলার হয়ে ন’টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৪টি উইকেট নেন লোধগার। বাংলার ক্রিকেটের ময়দানে তিনি সকলের কাছে 'মুত্তু ভাই' নামেই পরিচিত এবং জনপ্রিয়। 


 

Around The Web

Trending News

You May like