দুই ভাইরাসের মিলিত আক্রমণ, ‘ফ্লোরোনা’ সংক্রামিত অন্তঃসত্ত্বা মহিলা

দুই ভাইরাসের মিলিত আক্রমণ, ‘ফ্লোরোনা’ সংক্রামিত অন্তঃসত্ত্বা মহিলা

কলকাতা: করোনার সঙ্গে ফ্লু ভাইরাস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জাও অন্যান্য বছরের থেকে বেশি বৃদ্ধি পাবে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। এটিকেই বলা হচ্ছিল, ‘টুইনডেমিক’, অর্থাৎ দুটি মহামারি একসঙ্গে। এবার হয়তো সেই সংক্রমণ শুরু হয়ে গেল। করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা জুড়ে গিয়ে নয়া রোগ সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর ইজরায়েলে প্রথম এই রোগে কেউ আক্রান্ত হয়েছে বলে খবর। এই নয়া রোগের নাম ‘ফ্লোরোনা’। জানা গিয়েছে, ইজরায়েলের এক অন্তঃসত্ত্বা মহিলা এই রোগে আক্রান্ত হয়েছেন।

করোনা সংক্রমণ তো ছিলই, তার মাঝে ইজরায়েলে বেড়েছে ইনফ্লুয়েঞ্জার সংখ্যা। তার আবহেই এই মহিলার আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জানান হয়েছে, কিছুদিন আগেই ওই মহিলার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে তিনি আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছে সেই দেশের সংবাদমাধ্যম। চিকিৎসকরা জানাচ্ছেন, কোভিডের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ শরীরকে মারাত্মক দুর্বল করে দেয়। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট করে দিতে সক্ষম এই ‘ফ্লোরোনা’। এই প্রেক্ষিতেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, যত দ্রুত সম্ভব টিকা নিতে হবে, কারণ এই রোগে আক্রান্ত ওই মহিলা একটিও টিকা নেননি এখনও।

আগেই আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছিল যে, চলতি বছর এই ‘টুইনডেমিক’ বড় আকার ধারণ করতে পারে বিগত বছরগুলির তুলনায়। সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটি। তাৎপর্যপূর্ণ ব্যাপার ঠিক এই সময়েই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভবনা প্রবল হয়েছে। বাড়তে শুরু করেছে ওমিক্রনের দাপট। সুতরাং আশঙ্কা সত্যি হওয়ার পথে যে এই সময়ে দুটি ভাইরাস দাপট দেখাবে! আর এটিকেই বলা হচ্ছে ‘টুইনডেমিক’। ইতিমধ্যেই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি দাবি করেছে যে, ২০২০-২০২১ সালে ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ায় সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + two =