Aajbikel

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

 | 
চার্লস ধনকড়

লন্ডন:  রাজা হয়েছেন আট মাস আগেই৷ এবার আনুষ্ঠানিক ভাবে রাজ্যাভিষেকের পালা৷ শুরু হয়েছে সেই তোড়জোড়৷ প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের৷ আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে শপথ নেবেন তিনি৷ শুক্র ও শনিবার, দু’দিন ধরে চলবে সেই অনুষ্ঠান৷ 

২০২২ সালের ৯ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর রাজ্যপাট হাতে পান ৭৩ বছরের চার্লস৷ তবে রাজা হওয়ার আট মাস পরে তাঁর রাজ্যাভিষেক হতে চলেছে। সেই উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্টজনদের। আমন্ত্রণ পেয়েছে ভারতও। ব্রিটেনের রাজার শপথ গ্রহণের রাজকীয় অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। জানা গিয়েছে, আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টারে রাজ্যাভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠান উপলক্ষেই দুই দিনের জন্য ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি৷ 

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়,  ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও৷ আগামী ৫ ও ৬ তারিখ ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসাবে তাঁর স্ত্রী ক্যামিলা শপথ গ্রহণ করবেন। বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধে মিল রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ব্রিটেনের রাজকীয় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত। 


 এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যেও আমন্ত্রণ পেয়েছিল ভারত। সেই সময় ব্রিটেনে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ রানির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছিলেন তিনি৷ 


প্রসঙ্গত, ১৯৫৩ সালে শেষবার ব্রিটেনে রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়। সেবার শপথ নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর এই প্রথম ব্রিটেনের রাজপরিবারে এত বড় অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে৷ 


 

Around The Web

Trending News

You May like