Aajbikel

যুদ্ধ কি থামবে? ঝটিকা সফরে ইউক্রেন গেলেন মার্কিন প্রেসিডেন্ট

 | 
biden_zen

কিয়েভ: যুদ্ধ চলছে, যুদ্ধ যেন চলবে। এমনই পরিস্থিতি ইউক্রেন-রাশিয়ার। প্রায় এক বছর হতে চলল দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়েছে কিন্তু এখনও বিরতির কোনও আভাস নেই। কে থামাবে এই যুদ্ধ তা-ই এখন লাখ টাকার প্রশ্ন। এই অবস্থায় শোরগোল পড়ল কারণ ঝটিকা সফরে ইউক্রেন গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছন তিনি। 

আরও পড়ুন- ধ্বংসস্তূপের নীচে ১০৪ ঘণ্টা থেকেও বাঁচলেন মহিলা, যুবকের ৯৪ ঘণ্টার লড়াই মূত্র খেয়ে

হোয়াইট হাউজের তরফ থেকে জানান হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি রুশ হামলা ঠেকাতে সামরিক সহায়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বাইডেন। এমনটা যদি হয় তাহলে রাশিয়াও যে চুপ করে বসে থাকবে না সেটা অনুমান করাই যায়। এমনিতেই ইউক্রেনের একাধিক জায়গায় কার্যত আধিপত্য বিস্তার করার চেষ্টায় এখনও রত পুতিন বাহিনী। মূলত ডনবাস এলাকায় নিরঙ্কুশ আধিপত্য কায়েম করতেই ভ্লাদিমির পুতিনের সেনা লেগে রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই অবস্থায় বাইডেনের ইউক্রেন যাওয়া এবং কিছু সিদ্ধান্ত নেওয়া যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে পারে। 

সম্প্রতি আবার ইউক্রেনের আকাশে প্রায় ৬টি রহস্যজনক 'বেলুন' দেখা গিয়েছিল। ইউক্রেন সেনার দাবি, এই বেলুনগুলি রাশিয়া পাঠিয়েছিল আর তাতে নজরদারির বিভিন্ন সরঞ্জাম থাকার সম্ভাবনাই ছিল। যদিও সেগুলিকে তারা গুলি করে ধ্বংস করেছে। তবে আরও দাবি করা হয়েছে, ইউক্রেনের সেনার অবস্থান, তারা কী করছে, কোথায় ক'জন আছে, সব জানতেই রাশিয়া নতুন পন্থা নিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ও বায়ুসেনার ক্ষমতা দেখার চেষ্টা করছে ভ্লাদিমির পুতিন বাহিনী। 

Around The Web

Trending News

You May like