Aajbikel

আমেরিকার আকাশসীমায় রহস্যময় উড়ন্ত বস্তু! মিসাইল দেগে ধ্বংস করল সেনা

 | 
alaska

ওয়াশিংটন:  আমেরিকার আকাশসীমায়  চিনা গুপ্তচর বেলুনের দেখা মিলতেই শোরগোল পড়ে কূটনৈতিক মহলে। চিনা স্পাই বেলুনটি গুলি করে নামাতেই দুই দেশের মধ্যে শুরু হয় বাগযুদ্ধ৷ অভিযোগ-পাল্টা অভিযোগের পালা৷ এই পরিস্থিতির মধ্যে এবার আলাস্কার আকাশে দেখি মিলল অজানা উড়ন্ত বস্তুর। চিনা স্পাই বেলুনের মতো এটিকেও গুলি করে নামিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে সে কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, মাটি থেকে ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল ওই অজানা বস্তুটি। যদিও সেটা কাদের পাঠানো তা এখনও জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন- ধ্বংসস্তূপের নীচে ১০৪ ঘণ্টা থেকেও বাঁচলেন মহিলা, যুবকের ৯৪ ঘণ্টার লড়াই মূত্র খেয়ে

মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার আলাস্কায় ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট উঁচু দিয়ে ওই অজানা বস্তুটিকে উড়তে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে সেটিকে মিসাইল দেগে ধ্বংস করে দেওয়া হয় হলে জানিয়েছেন হোয়াইট হাউসের মার্কিন মুখপাত্র জন কার্বি। তিনি আরও জানিয়েছেন, বাইডেনের নির্দেশ মেনে মার্কিন সেনা বস্তুটিকে মিসাইল দেগে মাটিতে নামিয়ে আনে। তবে সেটি চিনা বেলুনের মতো অতটা বড় ছিল না, আকারে ছোট গাড়ির মতো হবে, জানাচ্ছে মার্কিন প্রশাসন৷ 

উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তর আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটিগুলির উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি নস্য়াৎ করে চিন পাল্টা দাবি করে, নজরদারি নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্যই ওই বেলুন ওড়ানো হয়েছিল। হাওয়ার ধাক্কায় পথ পরিবর্তন করে সেটি আমেরিকার আকাশে ঢুকে পড়ে৷ এর জন্য চিন ক্ষমাও চেয়ে নেয়। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। মিসাইল দেগে চিনের ‘নজরদারি’ বেলুন নামিয়ে আনে পেন্টাগন৷ এরপরই আমেরিকা হুঁশিয়ারি দিয়ে বেজিং জানায়, এর জন্য ফল ভুগতে হবে। সেই বিতর্কের আবহেই এবার আলাস্কার আকাশে দেখা মিলল রহস্যময় উড়ন্ত বস্তুর৷ 

Around The Web

Trending News

You May like