কম্পন প্রাণ কাড়ল দেশের গোলকিপারের, তুরস্কের পাশে দাঁড়িয়ে জার্সি দান রোনাল্ডোর

ইস্তানবুল: প্রবল ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা দেশ। মৃতের সংখ্যা ছাড়িয়ে চলে গিয়েছে ৮ হাজার। অবশ্যই আশঙ্কা আছে যে তা আরও বাড়বে। কারণ তুরস্কে এখনও ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন যারা উদ্ধার হননি। বেশিরভাগ কেউই যে বেঁচে নেই তা অনুমান করাই যায়। ইতিমধ্যেই জানা গিয়েছে, তুরস্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইয়েনি মালাতইয়াস্পোরের গোলকিপার ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছেন। তাঁকে খোঁজার চেষ্টা হচ্ছিল বহু সময় ধরেই। অবশেষে ধ্বংসস্তূপের মধ্যে থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
আরও পড়ুন- ধ্বংসস্তূপের তলা থেকে ভেসে এল 'জন্মের কান্না', উদ্ধার হল 'মিরাকেল চাইল্ড'
আগে অন্য এক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে নিয়ে শঙ্কা বাড়ছিল। কিন্তু পরে তাঁকে উদ্ধার করা সম্ভব হয় জীবিত অবস্থায়। ফলে ইউপকে নিয়েও একটা ক্ষীণ আশা ছিল। তবে তা বাস্তব হল না। আতসুকে নিয়ে স্বস্তির মধ্যেই বিষাদ ইউপকে নিয়ে। তাঁর ফুটবল ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুদিনের ছুটিতেই ছিলেন ক্লাবের ফুটবলাররা। সেই অনুযায়ী নিজের বাড়িতে সময় কাটাচ্ছিল ইউপ। ভূমিকম্পের ফলে তাঁর বিল্ডিং ভেঙে পড়ে। তাঁর স্ত্রী অবশ্য জীবিত। তাঁকে উদ্ধার করা হয়েছে।
এদিকে এই বিভীষিকার মাঝে জানা গেল তুরস্কের পাশে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিলামের জন্য তিনি তাঁর একটি সই করা জার্সি দান করেছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে বলেই জানান হয়েছে। উল্লেখ্য, মৃত্যুর সংখ্যার মতোই আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা। আপাতত তুরস্কে আহতের সংখ্যার কোনও হিসেব নেই।