দেড় ঘণ্টায় ২০ বার কম্পন, উত্তাল সমুদ্র, জাপানের বেশ কয়েকটি উপকূলে আছড়ে পড়ল সুনামি

দেড় ঘণ্টায় ২০ বার কম্পন, উত্তাল সমুদ্র, জাপানের বেশ কয়েকটি উপকূলে আছড়ে পড়ল সুনামি

কলকাতা: জাপানের উপর আছড়ে পড়ল সুনামি৷ উত্তাল একাধিক উপকূল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূল সংলগ্ন একাধিক শহরে সুনামি দেখা গিয়েছে। ফুঁসছে সমুদ্রের জল। পাঁচ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে জাপানের মৌসম ভবন।

স্থানীয় সময় বিকেল ৪টে ৬ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে লাগাতার কম্পন অনুভূত হয়েছে জাপানে৷ অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে সেখানে৷ প্রতিবারই রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ বা তার চেয়ে বেশি। সোমবার দুপুরে জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, অন্তত ৩০ সেকেন্ড ধরে কেঁপেছে মাটি৷ ভেঙে পড়ে একাধিক বাড়িঘর৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল ইশিকাওয়া প্রদেশে৷ এর পরেই সুনামি সতর্কতা জারি করে জাপান সরকার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *