‘অভিশপ্ত’ ২০২০-র শেষ সূর্যাস্ত, আগামীর অপেক্ষায় এই শহর

‘অভিশপ্ত’ ২০২০-র শেষ সূর্যাস্ত, আগামীর অপেক্ষায় এই শহর

আলাস্কা:  রাত নেমেছে শহরে৷ এ রাত যে সে রাত নয়৷ এ রাত চলবে দু’মাস৷ আগামী ৬০ দিন দেখা মিলবে না সূর্যের৷ বৃহস্পতিবারই শেষ সূর্যের দেখা মিলেছিল আলাস্কায়৷ নববর্ষে নতুন আশার আলো নিয়ে উদিত হবে সূর্ব, এই আশায় দিন গুণছে শহর৷ 

আরও পড়ুন- চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে ট্রাম্পের! বেনজির আক্রমণ বিডেনের

আর্কটিক গোলার্ধ বা আন্টার্কটিক গোলার্ধের দক্ষিণে অবস্থিত ছোট্ট শহর আলাস্কায় বার্ষিক অন্ধকারে প্রবেশ করেছে৷ যা পোলার নাইট নামে পরিচিত৷ এই আলাস্কারই পোশাকি নাম উটকিয়াগভিক৷ স্থানীয়রা ডাকেন বারোউ নামে। আগামী দু’ মাস আর সূর্যের মুখ দেখবে না আলাস্কার মানুষ৷ সঠিক হিসাব ৬৫ দিন৷ আগামী ২৩ জানুয়ারির আগে শহরের আকাশে আর উদিত হবে না সূর্ব৷ সিএনএন আবহাওয়াবিদ অ্যালিসন চিনচর বলেন, ‘‘পোলার নাইট হল সাধারণ ঘটনা৷ যা প্রতি বছর শীতে ব্যারো এবং আর্কটিক বৃত্তের অভ্যন্তরে যে কোনও শহরে ঘটে৷’’ এই বিষয়টি নতুন নয়৷ প্রতি বছর শীতের সময়ই অন্ধকারে গা ভাষায় আলাস্কা৷ এই সময় হেলে থাকে অক্ষরেখা৷ যার ফলে দিগন্তের ওপারে আর দৃশ্যমান হয়না সূর্য৷  

আরও পড়ুন- করোনা আবহে বন্ধ স্কুল, ক্ষতিগ্রস্ত প্রায় ৫৭ কোটি শিশু: UNICEF

আলাস্কা একটি ছোট্ট শহর৷ মাত্র ৪ হাজার মানুষের বাস৷ প্রতি বছর শীতে ৬৫ দিন অন্ধকারেরই ডুবে থাকে এই শহরের মানুষ৷ এই দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে বলা হয় ‘পোলার নাইট’৷ মার্কিন আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যে সকল স্থানে ২৪ ঘণ্টার বেশি সূর্য উদিত হয় না, সেই সকল এলাকাকে প্রচলিক ভাষায় ‘পোলার নাইট’ বলা হয়ে থাকে৷ আর্কটিক সার্কেলের উপরের দিকে বসবাসকারী মানুষদের শীতকাল সূর্যহীন অবস্থায় কাটলেও, গ্রীষ্মকাল কাটে সম্পূর্ণ ভিন্ন ভাবে৷ সেই সময় আবার বেশ কয়েকদিন সূর্য অস্তই যায় না৷ শুধু উটকিয়াগভিক শহরের মানুষই নয়, এহেন অন্ধকারের সাক্ষী থাকে আলাস্কার আরও কয়েকটি শহরের মানুষ৷ তবে দিন রাত্রি সম্পূর্ণ অন্ধকারে থাকে না৷ দিনের বেলায় দেখা যায় গোধূলির আলো৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =