কাবুল: তালিবান আগেই হুঁশিয়ার দিয়েছিল যে নির্ধারিত সময়ে যদি মার্কিন সেনা আফগানিস্তান না ছাড়ে তাহলে ফল খারাপ হবে। আমেরিকা কার্যত সেই হুঁশিয়ারির কাছে মাথা নত করে নির্ধারিত দিনে মার্কিন সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিয়েছে। আজ আমেরিকার সেনাবাহিনী আফগানিস্তান থেকে সম্পূর্ণ চলে গিয়েছে এবং তারপরেই তালিবান নিজেদের আসল রূপ প্রকাশ এনেছে। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাস হয়েছে যেখানে দেখা যাচ্ছে মার্কিন হেলিকপ্টার একজন মানুষকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তালিবান। সে জীবিত না মৃত সেটা তখনও বোঝা যাচ্ছে না! ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।
আরও পড়ুন- নিম্নমুখী মৃত্যু, কোভিড আবহে কেরল-মহারাষ্ট্র মূল চিন্তা দেশের
আফগানিস্তান দখল করার পর তালিবান প্রথম সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিয়েছিল যে তারা পরিবর্তন চায়। সুষ্ঠুভাবে সরকার গঠন করে আফগানিস্তান শাসন করতে চায় তারা এবং বিরোধীদেরও তারা ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই দাবির পরে গোটা আফগানিস্তান জুড়ে যে চিত্র ধরা পড়েছে তাতে তালিবানের উপর বিশ্বাস করা যায় না। আর এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখার পর তালিবানের ওপর অন্ধেও বিশ্বাস করবে না। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে একজন ব্যক্তিকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তালিবান। আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা দাবি করছেন যে কোন ব্যক্তিকে হত্যা করে এইভাবে হেলিকপ্টারে ঝুলিয়ে দিয়েছে তালিবান এবং তাকেই ওইভাবে ঘোরানো হচ্ছে। যদিও ভিডিও দেখে বোঝার অবকাশ নেই যে ওই ব্যক্তি আদতে মৃত না জীবিত। সব মিলিয়ে নৃশংসতার নজির গড়েছে তালিবান, যা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব।
If this is what it looks like… the Taliban hanging somebody from an American Blackhawk… I could vomit. Joe Biden is responsible.
— Liz Wheeler (@Liz_Wheeler) August 30, 2021
মার্কিন সেনা আফগানিস্তান মাটি ছাড়তেই তালিবানের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, অন্যান্য দেশে যারা আফগানিস্তানের তালিবানদের সরানোর চেষ্টা করছে তাদের কাছে আমেরিকার এই হেরে যাওয়া একটা শিক্ষা। তবে আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চায় বলেই দাবি করছে তালিবান। এই প্রেক্ষিতেই তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মন্তব্য করে বলে, আফগানবাসীদের শুভেচ্ছা কারণ এই জয় সকলের। যদিও আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে আমেরিকার সেনা ৭৩ টি হেলিকপ্টার নিষ্ক্রিয় করে দিয়েছে যাতে তালিবান সেগুলি একটাও ব্যবহার না করতে পারে।