পতনের মুখে আফগানিস্তান, কাবুল কব্জা করল তালিবান

পতনের মুখে আফগানিস্তান, কাবুল কব্জা করল তালিবান

 

কাবুল: আশঙ্কা ছিল৷ এবার সেই আশঙ্কা সত্যি করে রাজধানী কাবুল দলখ নিল তালিবান৷ মাত্র দেড় মাসের মধ্যে গোটা আফগানিস্থান নিজেদের কব্জায় নিল জঙ্গি সংগঠন তালিবান৷ রাজধানী দখলের পর থেকে শুরু তালিবানি তাণ্ডব৷ বিপন্ন আফগানিস্তানের জনজীবন৷

জানা গিয়েছে, শুক্রবার রাতে লোগারের প্রদেশিক রাজধানী পুল-ই-আলম দখলে নেয় তালিবান৷ এই শহরের সীমান্ত পেরিয়ে কাবুলে ঢোকে তালিবান৷ আফগানিস্তানের এক প্রশাসনিক কর্তা জানান, কাবুল বেদখল হওয়ায় ইতিমধ্যেই এলাকা ছাড়তে শুরু করেছেন স্থানীয়রা৷ আটকে রয়েছেন প্রায় দেড় হাজার ভারতীয়৷

জানা গিয়েছে, কাবুলের দক্ষিণ দিকের সবচেয়ে বড় শহর লোগার প্রদেশ পুরোটাই কব্জা করে নিয়েছে তালিবান৷ দে়ড় মাসের মধ্যেই রাজধানী কাবুল তালিবানের হাতে চলে গিয়েছে৷ বেদখল হওয়ায় কাবুল ও মাজার-ই-শরিফের পতন ঘটতে এখন সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই আকাশ পথ থেকে বোমা ছুড়তে শুরু করেছে তালিবান৷

ইতিমধ্যেই আফগানিস্তানের দুই-তৃতীয়াংশ দখল করে নিয়েছে তালিবান৷ ৯০ দিনের মধ্যে গোটা দেশটাই তালিবানের কব্জায় চলে যাবে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা৷ কান্দাহার আর হেরট তালিবানদের কাছে সবচেয়ে বড় জয়৷ সপ্তাহব্যাপী হামলায় আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানী দখল করে ফেলেছে তারা৷ তাদের দখলে রয়েছে গাজনি৷ কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত নর্থ-সাউথ হাইওয়ের পাশে রয়েছে এই গুরুত্বপূর্ণ শহর৷ কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে দিয়েছে। অন্যদিকে, আফগানিস্তানে কর্মরত মার্কিন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য ফের কাবুলে সেনা পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =