নিজের হাতে বানানো বন্দুক দিয়ে গুলি, কার হাতে শেষ হল শিনজোর জীবন

নিজের হাতে বানানো বন্দুক দিয়ে গুলি, কার হাতে শেষ হল শিনজোর জীবন

শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে অতর্কিত এক বন্দুকবাজার হামলায় প্রাণ হারিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তবে যে আততায়ীর অতর্কিত হামলা প্রাণ কাড়ল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই বন্দুকবাদ সম্পর্কে সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

এদিন সকালেই জানা যায় যে হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই আতাতায়ীকে হাতেনাতে গ্রেফতার করে জাপানের পুলিশ আধিকারিকরা। জাপানের স্থানীয় এক সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাকারী ব্যক্তির নাম তেতসুয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর এবং সে নারা শহরেরই বাসিন্দা। এর সঙ্গেই জানা যাচ্ছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা চালানো এই ব্যক্তি প্রথম জীবনে জাপানি মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন। শুক্রবার সকালে নারা শহরে যেখানে দাঁড়িয়ে শিনজো বক্তৃতা দিচ্ছিলেন তার থেকে মাত্র ১০ ফুট দূরে দাঁড়িয়েছিল এই হামলাকারী। এত কাছে দাঁড়িয়ে থাকার কারণেই তার ছোঁড়া গুলি সরাসরি শিনজোর বুকে গিয়ে লাগে। হাসপাতাল সূত্রে খবর, আততায়ীর ছোঁড়া একটি গুলি শিনজোর হৃদপিন্ডে গভীর ক্ষত সৃষ্টি করেছিল এবং সেই কারণেই প্রয়াত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে আততায়ী সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ওই স্থানীয় সংবাদ সংস্থার দাবি, হামলা চালানোর পর ওই ব্যক্তি পালানোর কোনরকম চেষ্টা করেনি। মূলত সেই কারণেই তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা। এর সঙ্গে জানা যাচ্ছে সে যে বন্দুক দিয়ে গুলি চালিয়েছিল সেই বন্দুকটি তার নিজের বানানো। বর্তমানে তাকে নারা শহরের নিসি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই হামলাকারী জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপর কোনও কারণে অসন্তুষ্ট ছিল সে এবং মূলত সেই কারণেই সে বহুদিন ধরে শিনজোকে হত্যার ছক কষছিল। ইতিমধ্যেই তার কাছ থেকে একটি শটগান উদ্ধার হয়েছে যা দিয়ে সে হামলা চালায়। অন্যদিকে পুলিশ আধিকারিকরা হামলাকারীর বাড়ি তল্লাশি করে বাড়ি থেকেও প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + ten =