‘বোল্ড আউট’ ইমরান! পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন শেহবাজ শরিফ

‘বোল্ড আউট’ ইমরান! পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন শেহবাজ শরিফ

973ded576b04f5dfcdedf228cb8e4474

ইসলামাবাদ: শেহবাজের বল-এ ক্লিন বোল্ড ইমরান৷ মেয়াদ ফুরনোর আগেই গদিচ্যুত তিনি৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ৷ 

আরও পড়ুন- ভবিষ্যতের পাকিস্তান নিয়ে চলছে জল্পনা, একটুর জন্যে নজির গড়তে পারলেন না ইমরান

তিন দফায় মোট ১২ বছর পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শেহবাজ৷ তিনিই পঞ্জাবের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী৷ প্রথম দফায় ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল এবং পরবর্তীতে টানা দু’দফায় ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে শেহবাজ ছিলেন পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধী দলনেতা৷ এবার পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন তিনি৷ 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শেহবাজ৷ ভোট বয়কট করেন ইমরান খানের তেহরিক-ই- ইনসাফ৷ রবিবার রাতে সংসদে দাঁড়িয়ে শান্তির বার্তা দেন শেহবাজ৷ তিনি বলেছিলেন, ‘আমরা নিরপরাধ মানুষকে জেলে ভরব না। আমরা প্রতিশোধ নেব না। আইন আইনের পথে হাঁটবে৷ সকলে ন্যায়বিচার হবে। পাকিস্তানে নতুন সকাল আসতে চলেছে।’ তিনি আরও বলেছিলেন, ‘উপরওয়ালা কোটি কোটি পাকিস্তানির প্রার্থনা শুনেছেন। ঐক্যবদ্ধ বিরোধী দলের প্রত্যেক সদস্য আল্লাহকে ধন্যবাদ জানায়।’

উল্লেখ্য, শেহবাজ শরিফ ও তাঁর পুত্র হামজা শরিফের বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্ণীতির মামলার পাশাপাশি রয়েছে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। তবে, এর আগেই পাক আদালত শেরিফ ও তাঁর ছেলের বিরুদ্ধ ওঠা যাবতীয় মামলার শুনানি আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থিগিত রাখার নির্দেশ দিয়েছিল। তাঁদের জামিনের মেয়াদও বাড়ানো হয়েছিল৷ পাশাপাশি পিএমএল-এন প্রাধনকে নতুন প্রধানমন্ত্রী হওয়ার অনুমতিও দেয়৷ শনিবার দিনভর টানাপোড়েনের পর আস্থা ভোটে হেরে যায় ইমরান খান সরকার৷