Aajbikel

পুতিনকে প্রাণে মারতে ড্রোন হামলা ইউক্রেনের? রাশিয়ার দাবি ঘিরে শোরগোল

 | 
russia

মস্কো: দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ এখনও কাটেনি। দীর্ঘ সময় ধরে তা চলছে। ইউক্রেনে বহুবার হামলা করে দেশের অধিকাংশ অংশ প্রায় ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এবার তাদের দেশের বড়সড় হামলার ঘটনা ঘটল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। অবশ্যভাবেই তাদের অভিযোগ ইউক্রেনের দিকে। তবে সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট, এমনটাই জানিয়েছে রুশ প্রশাসন। 

রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে, এদিন দুটি ড্রোন রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে ধাক্কা মারে। পরে ওই ড্রোন দু’টিকে নিষ্ক্রিয় করা হয়। পুতিন প্রশাসনের বক্তব্য, এই হামলার পিছনে রয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশই। তারা আদতে চাইছে ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে। এই ড্রোন হামলার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, ক্রেমলিনে ধাক্কা মেরেছে দুটি ড্রোন এবং আগুনের ঝলকানিতে আশপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম। 

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক যে আরও তলানিতে গিয়ে ঠেকবে তার আশঙ্কা করাই হচ্ছে। ইতিমধ্যেই ইউক্রেনকে হুমকি দিয়ে দিয়েছে রাশিয়া। ‘সঠিক সময়ে প্রত্যাঘাত’ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা যে আরও বহু গুণ বাড়তে চলেছে আগামী দিনে তা বলাই বাহুল্য।

Around The Web

Trending News

You May like