Aajbikel

সন্তানকে বুকে আঁকড়ে দায়িত্ব সামলাচ্ছেন ক্যামেরাম্যান, জিম্বাবোয়ে টি ২০-তে অনন্য দৃশ্য

 | 
মেয়ে কোলে দায়িত্ব পালন

কলকাতা:  কে বলে যে বাইরে কাজ করে সে সংসার ও সন্তান সামলাতে পারে না? এমন প্রশ্ন মেয়েদের ক্ষেত্রে বহুবার উঠেছে৷ কিন্তু ইনি যেন ব্যতিক্রম৷ ছোট্ট সন্তানকে বুকে নিয়েই দিব্য সামলাচ্ছেন বাইরের কাজ৷ তবে তিনি কোনও নারী নন, এক পুরুষ৷ এক পিতা৷ 
 


সারা বিশ্বজুড়েই চলছে এগিয়ে চলার ইঁদুর দৌড়৷ সেখানে চাকরিতে টিকে থাকাটাও বড় চ্যালেঞ্জ। আর সংবাদমাধ্যমের চাকরি তো এমন একটা জগৎ, যেখানে বিলাসিতা বা নিজের জন্য অঢেল সময় দেওয়ার কোনও জায়গাই নেই। জিম্বাবোয়ের এক ক্যামেরাম্যান যেন তারই জ্বলজ্যান্ত প্রমাণ৷ হারারে ক্রিকেট স্টেডিয়ামে চলছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচ।  সেই মাঠেই এমফুয়া সোকো নামে এক ফটোগ্রাফারকে দেখা গেল ছোট্ট সন্তানকে বুকে বেঁধে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করতে৷ 


এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ এই ছবি যিনি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, তিনিও এক সাংবাদিক৷ কেনিয়ার বাসিন্দা৷ নাম ক্যারল রাডুল। তিনি লিখেছেন, ‘‘সোকো যেটা করেছেন, তাতে পেশাদারিত্ব ও পিতৃত্ব দুটি দায়িত্বই নিপুনভাবে পালিত হয়েছে। তোমার মতো বাবা যেন ঘরে ঘরে থাকে। নিজের কন্যা সন্তানকে বেবি কেরিয়ারে বেঁধে নিজের দায়িত্ব পালন করছ। এটি ক্রিড়া মানচিত্রে যথার্থ এক ছবি।’’


সোশ্যাল মাধ্যমে কেউ কেউ ছবির নিচে ক্যাপশন লিখেছেন, ওই একরত্তিও একেবারে চুপচাপ থেকে বাবাকে সহায়তাও করে গিয়েছে। ওই ফটোগ্রাফার দেখিয়ে দিলেন ইচ্ছে থাকলে কাজের পাশাপাশি নিজের সন্তানের  দায়িত্বও পালন করা যায়।

Around The Web

Trending News

You May like