Aajbikel

পরিণতি ভয়ানক হবে! ইমরান সমর্থকদের 'হুমকি' সেনার, অগ্নিগর্ভ পাকিস্তান

 | 
pakistan Army

লাহোর: গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তারপর থেকেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের অভ্যন্তরে। পাক সেনার বিরুদ্ধে বড় অভিযোগ করেছে ইমরানের দল। তাঁকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ। খোদ ইমরান খান দাবি করেছেন, তাঁকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টাও হচ্ছে। এই আবহে ইমরান সমর্থকদের রোষানলে পড়েছে পাক বাহিনী। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর, পাক সেনার লাহোরের কমান্ডারের বাড়ি, সহ একাধিক সেনা শিবিরে তারা হামলা চালিয়েছে। এই অবস্থায় পাল্টা সেনাও বড় হুঁশিয়ারি দিয়েছে ইমরান সমর্থকদের। 

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা শেষ ক'দিন ধরেই এমন কাণ্ড ঘটাচ্ছে। এই অবস্থায় বিবৃতি জারি করে পাক সেনার তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কাউকেই আইন নিজেদের হাতে তুলে নিতে দেবে না তারা। ‘ভয়ংকর প্রত্যাঘাত' হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ইমরান সমর্থকদের। এমনকি সেনার তরফে এও বলা হয়েছে, এই একটি দল পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, পিটিআই-এর সমর্থকেরা সেনাবাহিনীর সদর দফতরের ফটক ভেঙে জোর করে ঢুকে পড়ে। তারপরে সেখানে চলে তাণ্ডব, জ্বালিয়ে দেওয়া হয় সদর দফতর। শুধু রাওয়ালপিন্ডির এই সেনা দফতরেই নয় তান্ডব চলে লাহোর, করাচির সেনা নিবাসেও। সেখানে ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় আগুন। 

এদিকে গতকালই ইমরানকে আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই তিনি বিস্ফোরক সব দাবি করে বসেন। ইমরান জানান, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিকে ২৪ ঘণ্টায় একবারও তাঁকে শৌচাগারে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। 
 

Around The Web

Trending News

You May like