Aajbikel

১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল! পুলিশি হেফাজত থেকে বেরিয়ে কী বললেন গায়ক?

 | 
নোবেল

কলকাতা: প্রতারণার অভিযোগে গত শনিবার বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল ইসলাম নোবেলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে দু’দিন আগে নোবেলকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। সোমবার বিকালে জামিনে ছাড়া পান গায়ক। পুলিশি হেফাজত থেকে বেরিয়েই সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নিলেন নোবেল।

লালমনিরহাট এবং শরীয়তপুরে কনসার্ট করার কথা ছিল রিয়্যালিটি শো খ্যাত গায়ক নোবেলের। সেই মতো অগ্রিমও নিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের দিন কনসার্টে  উপস্থিত হননি নোবেল। তার পরেই গায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নোবেল৷ তাঁর কথায়, ‘‘শরীয়তপুর এবং লালমনিরহাটের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি কথা দিলাম, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও উত্তরবঙে গিয়ে আবার দু’টি অনুষ্ঠান করে আসব। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।”

এদিন শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন। যদিও মামলার তদন্তকারী অফিসার ডিবি পরিদর্শক হুমায়ুন কবির নোবলেকে আটকে রাখার আবেদন জানান। অন্য দিকে, জামিনের আবেদন জানান নোবেলের আইনজীবী আবদুল্লাহ আল মামুন৷ অবশেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করা হয়।

ইতিমধ্যে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল৷ তিনি জানান নোবেল মদাকাসক্ত হয়ে পড়েছিলেন৷ দিনে প্রায় ৪ লক্ষ টাকার মাদক নিতেন তিনি৷ 

 

 

Around The Web

Trending News

You May like