ওয়েলিংটন: গর্ভবতী মহিলাদের হবু সন্তান নিয়ে নানা উৎকণ্ঠা থাকে৷ বিস্তর টেনশনে ভোগন অনেকেই৷ সেই সমস্ত ভয়, উদ্বেগ দূরে সরিয়ে মধ্যরাতে সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁচে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের এক সাংসদ৷ তাঁর এই সাহসিকতার কথা ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া৷ তাঁকে কুর্নিশ জানাল নেটিজেনরা৷
আরও পড়ুন- ‘ওমিক্রন’ নিয়ে ভারতকে সতর্ক করল WHO, সংক্রমণ আতঙ্ক শুরু
নিউজিল্যান্ড পার্লামেন্টের ওই সদস্যার নাম জুলি অ্যানি জেন্টার। নিউজিল্যান্ডের সময় অনুযায়ী রবিবার ভোর তিনটের সময় একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এদিন প্রসব যন্ত্রণা ওঠার পরেই তিনি সাইকেল নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন৷ তবে যাঁরা জুলিকে চেনেন, তাঁরা তাঁর এই কাজে একেবারেই হতবাক নন৷ কারণ তিন বছর আগে একই ভাবে প্রসব বেদনা নিয়ে সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ তবে সেবার ছিল রোদ ঝলমলে সকাল৷ এবার মধ্যরাত৷
সন্তান জন্মের পর ফেসবুকে সেই কথা নিজেই শেয়ার করেছেন সাংসদ৷ সুখবর জানিয়ে লিখেছেন, ‘‘বড় খবর! রবিবার ভোর ৩টে ৪ মিনিটে আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। প্রসব যন্ত্রনা ওঠার পর এই ভাবে সাইকেল চালিয়ে যাব, সত্যিই তেমন কোনও পরিকল্পনা ছিল না৷ কিন্তু শেষ পর্যন্ত তেমনটাই হল। বাড়ি থেকে বেরনোর সময় আমার অবস্থা ততটা খারাপ ছিল না৷ আমরা রাত ২টোর সময় বাড়ি থেকে বেরোই। কিন্তু ২-৩ মিনিট পরেই ব্যথা শুরু হয়ে যায়। ১০ মিনিট পরে আমরা যখন হাসপাতালে পৌঁছই, তখন যন্ত্রণা চরমে পৌঁছেছে। (আমি কার পার্কে দাঁড়িয়ে হাসছিলাম এর ঠিক পরের মুহূর্তেই)। তবে অদ্ভূত ভাবে এখন আমাদের সঙ্গে রয়েছে স্বাস্থ্যবান, সুখী এক ছোট্ট ঘুমন্ত প্রাণ৷” সেই সঙ্গে হাসপাতালের গোটা ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন জুলি৷