Aajbikel

একটু একটু করে মাটিতে বসে যাচ্ছে আমেরিকার এই শহর! কী কারণ

 | 
new york

নিউইয়র্ক: গগনচুম্বী অট্টালিকার শহর বললে প্রথমেই যে শহরের কথা সবার আগে মাথায় আসে তার নাম নিউইয়র্ক। আমেরিকার এই শহরকে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে। কেউ চান এই শহরে থাকতে, কেউ চান ঘুরতে যেতে। কারণ যাই হোক, নিউইয়র্ক শহর সব সময়ই অন্য মাত্রা বহন করে। কিন্তু আপনি কি জানেন, ধীরে ধীরে এই শহর মাটিতে বসে যাচ্ছে? কী কারণে এমনটা ঘটছে তা জানলেও অবাক হবেন। 

যে অট্টালিকাগুলি দেখলে আমাদের চোখ জুড়ায়, সেইসব গগনচুম্বী অট্টালিকার চাপেই মাটির গর্ভে যাচ্ছে আমেরিকার এই শহর। সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, আশপাশের জলাশয়গুলির তুলনায় বসে যাচ্ছে নিউ ইয়র্ক। সম্প্রতি এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রতি বছর ১ থেকে ২ মিলিমিটার বসে যাচ্ছে এই শহরটি। সবচেয়ে দ্রুত বসে যাচ্ছে ম্যানহাটন, ব্রুকলিনের মতো এলাকাগুলি। এমনিতেই বন্যার প্রকোপ প্রায় প্রতি বছর সামলাতে হয় এই শহরগুলিকে। তার মধ্যে যদি এগুলি আস্তে আস্তে বসে যেতে শুরু করে তাহলে বড় বিপদ হবে বলেই আশঙ্কা। 

আসলে বিষয় হল, উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল বরাবর সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা সারা বিশ্বের গড়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি। এবার একদিকে জলস্তর যদি বাড়ে আর অন্যদিকে যদি শহর বসে যায় তাহলে বলাই যেতে পারে যে আগামী কয়েক বছরের মধ্যে এইসব শহরগুলি জলের তলায় চলে যেতে পারে। তাই এখন থেকে কোনও ব্যবস্থা না নেওয়া হলে সমূহ বিপদ।  

Around The Web

Trending News

You May like