Aajbikel

২০২৩ সালের জুলাই উষ্ণতম! চমকে দেওয়া তথ্য দিল নাসা

 | 
গরম

কলকাতা: ১২২ বছরে উষ্ণতম মাস যে জুলাই তা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এবার এই নিয়ে আশঙ্কার বার্তা দিল নাসাও। তারা জানিয়েছে, সদ্য ফেলে আসা জুলাই মাসের মতো গরম অতীতে আর কোনও মাসে পড়েনি। তবে আশঙ্কার এখনও শেষ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার দাবি অনুযায়ী, ১২২ বছর নয় তারও বেশি বছরের মধ্যে এটিই উষ্ণতম জুলাই মাস ছিল। তাই বিশ্বকে গরমের হাত থেকে বাঁচাতে যে এখন থেকে পদক্ষেপ নেওয়া উচিত, তা পরিষ্কার। 

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছিল, জুলাই মাসে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা সারা দেশের তুলনায় বেশি ছিল। এমনকি গড় সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে জুলাইয়ে দেশের এই অংশ গত ১২২ বছরে উষ্ণতম ছিল। এটি অবশ্যই একটি রেকর্ড। কিন্তু আমেরিকা সরকারের বাণিজ্য দফতরের অধীনস্থ এক সংস্থা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সদ্য ফেলে আসা জুলাই মাস গত ১৭৪ বছরের মধ্যে উষ্ণতম ছিল। সে মাসে ভূ-পৃষ্ঠের গড় তাপমাত্রা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ১.১২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। 

অন্যদিকে আবার নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ বলছে, ১৮৮০ সালের পর ২০২৩ সালের জুলাই মাসই ছিল সর্বকালের উষ্ণতম মাস। আরও আঁতকে ওঠার মতো তথ্য হল, ১৮৮০ সালের পর থেকে শুধুমাত্র গত পাঁচ বছরেই পাঁচটি উষ্ণতম জুলাই মাস পাওয়া গিয়েছে। এর আগে, ২০১৯ সালের জুলাই মাস উষ্ণতম হিসেবে বিবেচিত হয়েছে।  

Around The Web

Trending News

You May like