Aajbikel

আকাশে বাড়ছে UFO-র আনাগোনা! ভিনগ্রহী খুঁজতে স্পেশাল টিম গড়ল NASA

 | 
UFO

নিউ ইয়র্ক: UFO৷ Unidentified flying object৷  আকাশে লুকোচুরি খেলা রহস্যময় তিন কোনা বা গোলাকার এক বস্তু। খানিকটা ফোলা।  আকাশে উড়ে চলা বিমান বা কপ্টারের সঙ্গে এর আকৃতির কোনও সাদৃশ্য নেই। মনে করা হয় অজানা গ্রহ থেকে পাড়ি দেয় এই উড়ন্ত চাকতি৷ ইউএফও নিয়ে আমেরিকা জুড়ে আলোচনা বেশ কয়েকদিন ধরেই। এবার ইউএফও নিয়ে শুরু হল গবেষণা। গবেষণার কাজ শুরু করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ আকাশে ভিনগ্রহী বা এলিয়ানদের বাড়াবাড়ি নিয়ে বেশ হইচই শুরু হতেই এই সিদ্ধান্ত। ১৬ জন সদস্যর টিম এই গবেষণা চালাবে। চলতে মাস থেকেই শুরু হয়েছে গবেষণার কাজ। টুইটারে সেই সংক্রান্ত ঘোষণাও করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা৷ 

আরও পড়ুন- দিনভর প্রস্তুতি, রাতে ২টি করে শো…! প্রমোদতরীর জীবন কাহিনি শোনালেন ব়্যাচেল

চলতি বছরের শুরু থেকেই মার্কিন আকাশে ইউএফও-র সংখ্যা বেশ বেড়ে গিয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা। তাঁর এই মন্তব্যে বেশ শোরগোল পড়েছে৷ মার্কিন নৌ-গোয়েন্দা বিভাগের শীর্ষকর্তা স্কট ব্রে দাবি করেন, ‘‘২০০০ সালের কাছাকাছি থেকেই সেনা নিয়ন্ত্রিত এলাকায় উড়ন্ত বস্তুর আনাগোনা বেড়েছে।" সরকারি আধিকারিকের এই দাবির পরই বিতর্ক মাথাচাড়া দেয়৷ যার জেরেই বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নেয় নাসা। 


 

Around The Web

Trending News

You May like