Aajbikel

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচে পুড়ল পোল্যান্ড, ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত ২, জরুরি বৈঠকে ন্যাটো

 | 
মিসাইল

ওয়ার্শো:  রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আঁচ এসে লাগল পড়শি পোল্যান্ডের গায়ে৷ মঙ্গলবার ইউক্রেনের প্রতিবেশি পোল্যান্ডের মাটিতে আছড়ে পড়ে রাশিয়ার ছোড়া একটি মিসাইল৷ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান দু’জন৷ ইতিমধ্যেই ন্যাটোর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে। এদিকে, এই ঘটনার পরেই রশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে পোলিস সরকার৷  এক বিবৃতিতে পোল্যান্ডের বিদেশমন্ত্রী বলেছেন, এই বিষয়ে অবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে৷

আরও পড়ুন- স্নান থেকে সঙ্গম, সবটাই একসঙ্গে, এ বার একই পুরুষের সন্তানের মা হতে মরিয়া যমজ বোন

জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব পোল্যান্ডের প্রজেউডো গ্রামে রুশ মিসাইল আছড়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, ইউক্রেনকে নিশানা করে যে ক্ষেপণাস্ক্র ছোড়া হয়েছিল, সেটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে ইউক্রেন লাগোয়া পোল্যান্ডের ওই গ্রামে গিয়ে পড়ে। তবে হোয়াইট হাউসের এখনও এই হামলার দায় রাশিয়ার উপরে চাপায়নি৷ আপাতত পোল্যান্ড সরকারের সঙ্গে মিলিতভাবে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে৷ তদন্তের কাজে সম্পূর্ণভাবে পোল্যান্ডকে সাহায্যের আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস৷ 


উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ তবে থেকে এই প্রথম ন্যাটো ভুক্ত কোনও দেশে হামলা হল। মিসাইল হামলার পর ওই গ্রামে বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়। গোটা গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও, সেই দায় ঝেড়ে ফেলেছে মস্কো৷ 


এদিকে, মিসাইল হামলার পরেই রাশিয়ার রাষ্ট্রদূতকে ওয়ার্শোয় তলব করে পোল্যান্ড সরকার৷ কী কারণে এই হামলা, তার জবাব তলব করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই হামলার তীব্র নিন্দা করেছেন। রাশিয়াকে সরাসরি কাঠগড়ায় না তুললেও, এই ঘটনার পর বুধবারই জি-৭ ও ন্যাটোর সদস্য দেশগুলির সঙ্গে তিনি বৈঠকের ডাক দিয়েছেন৷ ইন্দোনেশিয়ার বালিতে উপস্থিত জি-২০-র সদস্যভুক্ত দেশগুলিও ইতিমধ্যে এই বিষয়ে বৈঠক সেরেছে বলেই রিপোর্ট৷

পোল্যান্ডের মিসাইল হামলার জন্য রাশিয়াই কী দায়ী? এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও তথ্য মেলেনি। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করতে চাই না৷ তবে রাশিয়ার তরফে মিসাইল হামলা চালানোর সম্ভাবনা কম।” এদিকে, রাশিয়ার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে রুশ মিসাইল দিয়ে কোনও হামলা চালানো হয়নি।”

ইন্দোনেশিয়ায় জি ২০ শীর্ষ সম্মেলনের মাঝেই মিসাইল হামলার খবর পান মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ভোরেই পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ ডুডাকে ‘গভীর সমবেদনা’ জানিয়ে ফোন করেন তিনি। 

Around The Web

Trending News

You May like